ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

পর্দা কেলেঙ্কারি : হাইকোর্টে তিন চিকিৎসকের জামিন

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:০৪, ১৯ জানুয়ারি ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
পর্দা কেলেঙ্কারি : হাইকোর্টে তিন চিকিৎসকের জামিন

ফরিদপুর মেডিক‌্যাল কলেজ হাসপাতালের আলোচিত ‘পর্দা কেলেঙ্কারির’ ঘটনায় দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা মামলায় কারাগারে থাকা তিন চিকিৎসককে জামিন দিয়েছেন হাইকোর্ট।

রোববার বিচারপতি ওবায়দুল হাসান ও বিচারপতি এ কে এম জহিরুল হকের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

জামিন পাওয়া তিন চিকিৎসক হলেন- ফরিদপুর মেডিক‌্যাল কলেজ হাসপাতালের সাবেক তত্ত্বাবধায়ক ডা. গণপতি বিশ্বাস শুভ, সাবেক কনসালট‌্যান্ট ডা. মিনাক্ষী চাকমা ও সাবেক প্যাথলজিস্ট ডা. এ এইচ এম নুরুল ইসলাম।

আদালতে আসামিদের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট এ এম আমিন উদ্দিন ও তাপস কুমার বিশ্বাস।

গত ১২ জানুয়ারি দুদকের মামলায় তিন চিকিৎসককে কারাগারে পাঠান ফরিদপুরের আদালত। নিম্ন আদালতে জামিন চেয়ে ব্যর্থ হয়ে গত সপ্তাহে হাইকোর্টে জামিন আবেদন করেন তারা।

পরস্পর যোগসাজশে প্রাক্কলন ছাড়াই বেশি দামে হাসপাতালের যন্ত্রপাতি কেনার মাধ্যমে সরকারের ১০ কোটি টাকা আত্মসাতের চেষ্টার অভিযোগ আনা হয়েছে তাদের বিরুদ্ধে।

সূত্র জানায়, ফরিদপুর মেডিক‌্যাল কলেজ হাসপাতালে ১০ কোটি টাকার পর্দা ও যন্ত্রপাতি কেনার ক্ষেত্রে ব্যাপক দুর্নীতি হয়। দুদকের প্রধান কার্যালয়ের সহকারী পরিচালক মামুনুর রশীদ চৌধুরী ২০১৯ সালের ২৭ নভেম্বর ফরিদপুর জেলা ও দায়রা জজ আদালতে মামলা করেন।

এতে আসামি করা হয়েছে- সংশ্লিষ্ট ঠিকাদার মেসার্স অনিক ট্রেডার্সের স্বত্বাধিকারী আবদুল্লাহ আল মামুন, মেসার্স আহমেদ এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী মুন্সী ফররুখ আহমেদ, জাতীয় বক্ষব্যাধি হাসপাতালের প্রশাসনিক কর্মকর্তা মুন্সী সাজ্জাদ হোসেন, ফরিদপুর মেডিক‌্যাল কলেজ হাসপাতালের সাবেক তত্ত্বাবধায়ক ডা. গণপতি বিশ্বাস শুভ, সাবেক কনসালট‌্যান্ট ডা. মিনাক্ষী চাকমা এবং সাবেক প্যাথলজিস্ট ডা. এ এইচ এম নুরুল ইসলামকে।


ঢাকা/মেহেদী/রফিক

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়