ঢাকা     বুধবার   ২৪ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১১ ১৪৩১

সিনহার দুর্নীতির মামলায় বাবুল চিশতী গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:১৬, ২৩ জানুয়ারি ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
সিনহার দুর্নীতির মামলায় বাবুল চিশতী গ্রেপ্তার

সাবেক প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহাসহ (এস কে সিনহা) সাবেক প্রধান বিচারপতি এসকে সিনহার বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার করে ফারমার্স ব্যাংকের ৪ কোটি টাকা আত্মসাতের মামলায় আসামি মো. মাহবুবুল হক চিশতীকে (বাবুল চিশতী) গ্রেপ্তার দেখিয়েছে আদালত।

অন্য মামলায় কারাগারে থাকা এ আসামিকে দুদক গ্রেপ্তার দেখানোর আবেদন করলে বুধবার ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ কেএম ইমরুল কায়েশ এ আদেশ দেন।

বাবুল চিশতি ব্যাংকটির উদ্যোক্তা পরিচালক ও অডিট কমিটির সাবেক চেয়ারম্যান। ওই মামলাটিতে সাবেক প্রধান বিচারপতি এসকে সিনহা প্রধান আসামি। এছাড়া মামলায় আরো ৯ জন আসামি রয়েছেন।

অন‌্য আসামিরা হলেন- ফারমার্স ব্যাংকের (বর্তমানে পদ্মা ব্যাংক) সাবেক এমডি এ কে এম শামীম, সাবেক এসইভিপি গাজী সালাহউদ্দিন, ফার্স্ট ভাইস প্রেসিডেন্ট স্বপন কুমার রায়, ফার্স্ট ভাইস প্রেসিডেন্ট সাফিউদ্দিন আসকারী, ভাইস প্রেসিডেন্ট মো. লুৎফুল হক, টাঙ্গাইলের বাসিন্দা মো. শাহজাহান, একই এলাকার বাসিন্দা নিরঞ্জন চন্দ্র সাহা, রণজিৎ চন্দ্র সাহা ও তার স্ত্রী সান্ত্রী রায় এবং ফারমার্স ব্যাংক লিমিটেডের উদ্যোক্তা পরিচালক ও অডিট কমিটির সাবেক চেয়ারম্যান মো. মাহবুবুল হক চিশতী (বাবুল চিশতী)।

মামলার এজাহারভুক্ত আসামি মো. জিয়া উদ্দিন আহমেদ তদন্তকালে মৃত্যুবরণ করায় তাকে মামলার দায় থেকে অব্যাহতি দেয়ার আবেদন করা হয়। তাকে অব্যাহতি দেয়া হয়েছে।

গত ১০ জুলাই দুদকের পরিচালক সৈয়দ ইকবাল হোসেন বাদী হয়ে কমিশনের জেলা সমন্বিত কার্যালয় ঢাকা-১ এ মামলা করেন। গত ৯ ডিসেম্বর মামলার তদন্ত কর্মকর্তা দুদকের পরিচালক বেনজীর আহমেদ চার্জশিট দাখিল করেন।

এরপর গত ৫ জানুয়ারি সব আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে আদালত। সর্বশেষ গত ২২ জানুয়ারি পত্রিকায় বিজ্ঞপ্তির আদেশ দিয়ে আগামী ২০ ফেব্রুয়ারি পরবর্তী শুনানির দিন ধার্য করেন।


ঢাকা/মামুন/সাইফ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়