ঢাকা     বুধবার   ২৪ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১১ ১৪৩১

নাশকতার মামলায় আজহারের বিচার শুরু

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:২২, ২৮ জানুয়ারি ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
নাশকতার মামলায় আজহারের বিচার শুরু

শাহবাগ থানায় নাশকতার অভিযোগে দায়ের করা মামলায় ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি এটি এম আজহারুল ইসলামসহ ১৫  জনের বিরুদ্ধে চার্জ গঠন করেছেন আদালত।

এর মধ্যে দিয়েই আসামিদের বিরুদ্ধে আনুষ্ঠানিক বিচার শুরু হয়েছে।

মঙ্গলবার ঢাকার অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম কেশব রায় চৌধুরী এ আদেশ দেন। একই সঙ্গে আদালত আগামী ১০ মে সাক্ষ্যগ্রহণের তারিখ ধার্য করে দেন।

আজ এটি এম আজহারুল ইসলামসহ ১৪ জন আদালতে হাজির ছিলেন। তারা নিজেদের নির্দোষ দাবি করে ন্যায়বিচার প্রার্থনা করেন। এরপর আদালত চার্জগঠনের আদেশ দিয়ে সাক্ষ্যগ্রহণের তারিখ ঠিক করেন।

মামলায় দেলোয়ার হোসেন নামে শিবিরের এক নেতা শুরু থেকে পলাতক ছিলেন।

উল্লেখ্য, ২০১০ সালের নাশকতার অভিযোগে এটি এম আজহারুল ইসলামসহ ১৫  জনের শাহবাগ থানা পুলিশ মামলাটি দায়ের করে।



ঢাকা/মামুন খান/ইভা

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়