ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

জি কে শামীমসহ সাত দেহরক্ষীর বিচার শুরু

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:৩৭, ২৮ জানুয়ারি ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
জি কে শামীমসহ সাত দেহরক্ষীর বিচার শুরু

ফাইল ফটো

গুলশান থানার অস্ত্র মামলায় জি কে শামীম এবং তার সাত দেহরক্ষীর বিরুদ্ধে চার্জ গঠন করেছেন আদালত। এর মধ্য দিয়ে আসামিদের আনুষ্ঠানিক বিচার শুরু হয়েছে।

মঙ্গলবার ঢাকার তৃতীয় অতিরিক্ত মহানগর দায়রা জজ রবিউল আলম আসামিদের অব্যাহতির আবেদন নাকচ করে চার্জ গঠনের আদেশ দেন। একই সঙ্গে আদালত আগামী ২৬ ফেব্রুয়ারি সাক্ষ্য গ্রহণের তারিখ ধার্য করেন।

বিচার শুরু হওয়া সাত দেহরক্ষী হলেন- মো. দেলোয়ার হোসেন, মো. মুরাদ হোসেন, মো. জাহিদুল ইসলাম, মো. শহিদুল ইসলাম, মো. কামাল হোসেন, মো. সামসাদ হোসেন ও মো. আমিনুল ইসলাম।

এদিন আসামিদের কারাগার থেকে আদালতে হাজির করা হয়। এরপর আসামিদের বিরুদ্ধে আনা অভিযোগ পড়ে শোনানো হয়। এরপর বিচারক আসামিদের কাছে জানতে চান তারা দোষী না নির্দোষ। আসামিরা নিজেদের নির্দোষ দাবি করে ন্যায়বিচার প্রার্থনা করেন। এরপর আদালত আসামিদের বিরুদ্ধে চার্জ গঠন করে সাক্ষ্য গ্রহণের তারিখ ঠিক করে দেন।

গত ২৭ অক্টোবর মামলার তদন্ত কর্মকর্তা র‌্যাব-১ এর উপপরিদর্শক শেখর চন্দ্র মল্লিক আসামিদের বিরুদ্ধে চার্জশিট দাখিল করেন।

প্রসঙ্গত, গত ২০ সেপ্টেম্বর গুলশানের নিকেতনে নিজ কার্যালয় থেকে জি কে শামীমকে সাত দেহরক্ষীসহ আটক করে র‌্যাব। এরপর তাদের বিভিন্ন মেয়াদে রিমান্ডে নেয়া হয়। বর্তমানে তারা সবাই কারাগারে আছেন।

 

ঢাকা/মামুন/সাইফ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়