ঢাকা     বুধবার   ২৪ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১১ ১৪৩১

শ্লীলতাহানির মামলায় যুবক কারাগারে

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:৪০, ১৩ ফেব্রুয়ারি ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
শ্লীলতাহানির মামলায় যুবক কারাগারে

রাজধানীর সামাদনগরে তরুণীকে শ্লীলতাহানির মামলায় জাকির হোসেন নামে এক যুবককে রিমান্ড শেষে কারাগারে পাঠিয়েছেন আদালত।

বৃহস্পতিবার ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জসিম শুনানি শেষে জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।

মামলার তদন্ত কর্মকর্তা যাত্রাবাড়ী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) শাহীনুর রহমান আসামিকে রিমান্ড শেষে আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন।

আসামিপক্ষে অ্যাডভোকেট মো. নাসিরউদ্দিন জামিনের আবেদন করেন। রাষ্ট্রপক্ষ থেকে জামিনের বিরোধিতা করা হয়।

উভয়পক্ষের শুনানি শেষে আদালত জামিন নামঞ্জুর করে আসামিকে কারাগারে পাঠানোর আদেশ দেন। গত ৯ ফেব্রুয়ারি এ আসামির তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।

১৭ বছরের ওই তরুণী মৃধাবাড়ি এলাকায় কারখানায় চাকরি করেন। গত ৭ ফেব্রুয়ারি সন্ধ্যায় কাজ শেষে বাসায় যাওয়ার উদ্দেশ্যে ওই তরুণী তার বোনের মেয়ে ও একজন ছেলেসহ বের হন। বাসার কাছাকাছি পৌঁছামাত্র আসামিরা তরুণীর গতিরোধ করে এবং ওড়না ধরে টান দেয়। তার সঙ্গে থাকা দুজন এতে বাধা দিলে আসামিরা তাদের কিল-ঘুষি মেরে জখম করে এবং ছুরির ভয় দেখিয়ে তাদের অজ্ঞাত স্থানে আটকে রাখে। এরপর আসামিরা তরুণীর মুখ চেপে ধরে যাত্রাবাড়ী থানাধীন সামাদনগরে কবরস্থান রোডের জেলারের বাড়ির নিচতলায় পরিত্যক্ত রুমে নিয়ে চাকুর ভয় দেখিয়ে পালাক্রমে শ্লীলতাহানি করে।

এ ঘটনায় ৮ ফেব্রুয়ারি ওই তরুণী জাকির হোসেন, মো. শান্ত, শাকিল আহম্মেদ শান্ত, হানিফের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা দুজনকে আসামি করে যাত্রাবাড়ী থানায় মামলা দায়ের করেন।

 

ঢাকা/মামুন/সাইফ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়