ঢাকা     মঙ্গলবার   ১৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৩ ১৪৩১

স্ত্রী হত্যায় স্বামীর দোষ স্বীকার

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:৪১, ১৩ ফেব্রুয়ারি ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
স্ত্রী হত্যায় স্বামীর দোষ স্বীকার

রাজধানীর কলাবাগানে স্ত্রী সাজেদা আক্তারকে কুপিয়ে হত্যার মামলায় স্বামী ফেরদৌস মিয়া দায় স্বীকার করে জবানবন্দি দিয়েছেন।

বৃহস্পতিবার মামলার তদন্ত কর্মকর্তা কলাবাগান থানার ইন্সপেক্টর ঠাকুর দাস মালো আসামিকে আদালতে হাজির করেন।

আসামি স্বেচ্ছায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিতে সম্মত হওয়ায় তা রেকর্ড করার আবেদন করেন তদন্ত কর্মকর্তা।

আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শাহিনুর রহমান তার জবানবন্দি রেকর্ড করেন। এরপর তাকে কারাগারে পাঠানো হয়।

সাজেদাকে হত্যার ঘটনায় তার বড় বোন মোসা. মায়াতুল কলাবাগান থানায় মামলাটি দায়ের করেন।

মামলায় অভিযোগ করা হয়, দেড় বছর আগে দুই ছেলে শাওন-বাধনকে নিয়ে ফেরদৌস ও সাজেদা কলাবাগান নর্থ সার্কুলার রোডে বসবাস শুরু করেন। ফেরদৌস রিকশা চালাতো এবং সাজেদা বিভিন্ন বাসায় গৃহকর্মীর কাজ করতো। চার মাস আগে ফেরদৌসের বিদেশ যাওয়াকে কেন্দ্র করে দাম্পত্য জীবনে বিভিন্ন সমস্যা সৃষ্টি ও ঝগড়া-বিবাদ শুরু হয়। পরে তারা গ্রামের বাড়ি চলে যায়।

দুই মাস আগে সাজেদা ছোট ছেলে শাওনকে নিয়ে ঢাকায় আসে। ফেরদৌস ১১ ফেব্রুয়ারি বিকেল সাড়ে চারটার দিকে ঢাকায় আসে। পারিবারিক কলহের জের ধরে ১২ ফেব্রুয়ারি আসামি ফেরদৌস ভিকটিম সাজেদাকে মারপিট করে এবং এক পর্যায়ে দা দিয়ে কুপিয়ে হত্যা করে।

 

ঢাকা/মামুন খান/সনি

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়