ঢাকা     বৃহস্পতিবার   ১৮ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৫ ১৪৩১

স্বর্ণসহ গ্রেপ্তার বিমানের ক্লিনার রিমান্ডে

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:২২, ১৪ ফেব্রুয়ারি ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
স্বর্ণসহ গ্রেপ্তার বিমানের ক্লিনার রিমান্ডে

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রায় চার কেজি স্বর্ণের বারসহ গ্রেপ্তার বিমানের ক্লিনার জনাথন মুক্তি বারিকদারের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

শুক্রবার বিমানবন্দর থানা পুলিশ আসামিকে আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড আবেদন করেন।

ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দেবদাস চন্দ্র অধিকারী শুনানি শেষে রিমান্ডের আদেশ দেন।

বৃহস্পতিবার সকালে স্বর্ণের বারসহ জনাথন মুক্তি বারিকদারকে আটক করে বিমানবন্দর আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)।

বিমানবন্দর আর্মড পুলিশ ব্যাটালিয়নের অতিরিক্ত পুলিশ সুপার (অপস অ্যান্ড মিডিয়া) মো. আলমগীর হোসেন বলেন, গোপন খবরের ভিত্তিতে ক্লিনার জনাথন মুক্তি বারিকদাকে সকাল ৯টা ২০ মিনিটে আটক করা হয়। সে ৭ নম্বরে বোর্ডিং ব্রিজ এলাকায় কাজ করছিলেন। তার কাছে কোনো আইডি কার্ড ছিল না। এমনকি এপিবিএন দায়িত্ব পালনের সময় তাকে চেকিং করতে চাইলে তিনি সেটাও করতে দেননি।

আলমগীর হোসেন বলেন, পরে তাকে এপিবিএন’র সদর দফতরে আনা হয়। বিমানবন্দরে কর্মরত সব সংস্থার উপস্থিতিতে সেখানে তার দেহ তল্লাশি করা হয়। এ সময় জুতার ভেতর অভিনব কায়দায় লুকানো অবস্থায় স্বর্ণের প্রায় ৪ কেজি বার পাওয়া যায়।

আলমগীর হোসেন জানান, ২০১৪ সালে জনাথন মুক্তি বারিকদার বিমানের ক্লিনার হিসেবে যোগদান করেন। তার গ্রামের বাড়ি খুলনার খালিশপুরে।


ঢাকা/মামুন/সাইফ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়