ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

বিএনপির তিন নেতার মামলার কার্যক্রম হাইকোর্টে স্থগিত

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:০৯, ২০ ফেব্রুয়ারি ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
বিএনপির তিন নেতার মামলার কার্যক্রম হাইকোর্টে স্থগিত

চট্টগ্রাম মহানগর বিএনপির তিন নেতার ক্ষেত্রে সন্ত্রাস বিরোধী আইনে করা একটি মামলার কার্যক্রম ছয় মাসের জন্য স্থগিত করেছেন হাইকোর্ট।

বৃহস্পতিবার বিচারপতি মো. রইস উদ্দিন ও বিচারপতি শশাঙ্ক শেখর সরকারের হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন। একই সঙ্গে মামলাটি বাতিল চেয়ে করা তাদের পৃথক আপিল শুনানির জন্য গ্রহণ করেছেন হাইকোর্ট।

এই তিন নেতা হলেন- সাবেক প্রতিমন্ত্রী জাফরুল ইসলাম চৌধুরী, চট্টগ্রাম মহানগর বিএনপির সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্কর ও মহানগর বিএনপির ভাইস প্রেসিডেন্ট আবু সুফিয়ান।

এই তিন নেতার পক্ষে আইনজীবী ছিলেন ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন ও মো. আক্তারুজ্জামান। পরে ব্যারিস্টার খোকন আদেশের বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেন।

তিনি বলেন, ‘২০১৫ সালের ৫ জানুয়ারি পুলিশ বাদী হয়ে ৩৮৯ জনের বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী আইনে একটি মামলা করেন। পরে এ মামলার চার্জশিটে ৬০০ জনের নাম আসে। আদালত ৬০০ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করেছেন।

এ অবস্থায় তিন নেতা অভিযোগ গঠন বাতিল চেয়ে হাইকোর্টে আপিল করেন। হাইকোর্ট তাদের আপিল শুনানির জন্য গ্রহণ করে মামলার কার্যক্রম ছয় মাসের জন্য স্থগিত করেছেন।


ঢাকা/মেহেদী/সনি

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়