ঢাকা     বুধবার   ২৪ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১১ ১৪৩১

শিপন হত্যায় তিন যুবক রিমান্ডে

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:৪৩, ২৭ ফেব্রুয়ারি ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
শিপন হত্যায় তিন যুবক রিমান্ডে

রাজধানীর হাতিরঝিলে বেগুনবাড়ি ব্রিজ এলাকায় রাকিব হাসনাত শিপনকে (১৮) ছুরিকাঘাতে হত্যার মামলায় তিন যুবকের তিন দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

বৃহস্পতিবার ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শাহিনুর রহমান রিমান্ডের আদেশ দেন। যাদের রিমান্ডে নেয়া হয়েছে তারা হলেন- আজাদ মিয়া (১৮), সুজন হোসেন রাব্বী (১৯) ও ইব্রাহিম ইসলাম (১৮)।

মামলার তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের পরিদর্শক শেখ মোহাম্মদ শাহ্ আলম আসামিদের আদালতে হাজির করে ১০ দিন করে রিমান্ড চেয়ে আবেদন করেন।

বুধবার দিবাগত রাতে শিপন হত্যায় জড়িত অভিযোগে ওই তিন যুবককে গ্রেপ্তার করে হাতিরঝিল থানা পুলিশ। এ সময় হত্যায় ব্যবহৃত ছুরিও জব্দ করা হয়।

গত ২৩ ফেব্রুয়ারি রাত ৯টার দিকে রাজধানীর হাতিরঝিলের বেগুনবাড়ি সেতু এলাকায় রাকিব হাসান শিপন (১৮) ও আব্দুর রহমান মানিক (১৬) ঘুরতে যান। সে সময় দুটি মোটরসাইকেলে করে কয়েকজন যুবক এসে তাদের গতিরোধ করেন। একপর্যায়ে শিপন ও মানিককে এলোপাথারি কুপিয়ে পালিয়ে যান তারা। এতে শিপন নিহত ও মানিক আহত হন।

এ ঘটনায় শিপনের বাবা ছাইদুল ইসলাম হাতিরঝিল থানায় মামলা দায়ের করেন।

 

ঢাকা/মামুন খান/রফিক

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়