ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

তাদের টার্গেট প্রবাসীরা

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:৩৫, ৫ মার্চ ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
তাদের টার্গেট প্রবাসীরা

রাজধানীর মতিঝিল থেকে জাল মুদ্রা কারবারী চক্রের ৪ সদস্যকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

বৃহস্পতিবার (৫ মার্চ) বিকেলে র‌্যাব-৩ থেকে জানানো হয়, গোপন সংবাদে বুধবার রাতে মতিঝিল থানার দিলকুশা মার্কেন্টাইল ব্যাংকের সামনে অভিযান পরিচালনা করে চঞ্চল মীর ওরফে সৈয়দ আলী, মো. আব্দুল জব্বার, মোসাদ্দেকুর রহমান ও নূর সাইদ মিঠুকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে বিভিন্ন দেশের জাল মুদ্রা পাওয়া যায়।

র‌্যাব কর্মকর্তারা দাবি করেন, গ্রেপ্তারকৃতরা প্রতারক চক্রের সদস্য। তারা দীর্ঘদিন ধরে পরস্পর যোগসাজশে প্রবাস থেকে আসা বাংলাদেশি নিরীহ ও সহজ সরল লোকের মুদ্রা ভাঙানোর নাম করে কৌশলে বৈদেশিক মুদ্রা গ্রহণ করে। পরে জাল টাকা দিয়ে প্রতারণা করে আসছে। এ বিষয়ে মতিঝিল থানায় মামলা হয়েছে।


ঢাকা/মাকসুদ/সাইফ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়