ঢাকা     মঙ্গলবার   ১৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৩ ১৪৩১

বিআরটিএ-পাসপোর্ট অফিসের ৫ দালাল গ্রেপ্তার

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:৫৮, ৮ মার্চ ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
বিআরটিএ-পাসপোর্ট অফিসের ৫ দালাল গ্রেপ্তার

বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি (বিআরটিএ) ও পাসপোর্টের নরসিংদী অফিসে অভিযান চালিয়ে পাঁচ দালালকে গ্রেপ্তার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

অভিযানকালে চার দালালকে কারাদণ্ড ও একজনকে অর্থদণ্ড দিয়েছে সঙ্গে থাকা ভ্রাম্যমাণ আদালত।

রোববার দুদকের সমন্বিত জেলা কার্যালয় ঢাকা-২ এর সহকারী পরিচালক রেজাউল করিমের নেতৃত্বে একটি টিম এ অভিযান পরিচালনা করে। দুদকের জনসংযোগ কর্মকর্তা প্রনব কুমার ভট্টাচার্য্য এই অভিযানের কথা নিশ্চিত করেছেন।

দুদক জানায়, নরসিংদী পাসপোর্ট ও বিআরটিএ অফিস কর্তাদের দায়িত্বে অবহেলা, গ্রাহক ভোগান্তি ও দালালদের দৌরাত্ম্যের অভিযোগে অভিযান পরিচালনা করে দুদক।

অভিযানকালে পাসপোর্ট অফিসের অদূরে পাঁচ জন দালালকে পাসপোর্ট ও লাইসেন্স সংশ্লিষ্ট নথিপত্রসহ পায় দুদক টিম। তাদের কাছে ডেলিভারি স্লিপ ও পাসপোর্টের কপিসহ অন্যান্য কাগজ পাওয়া যায়। অভিযান চলাকালে স্থানীয় জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত চার জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড এবং এক জনকে অর্থদণ্ড প্রদান করে।

এসময় দুদক টিম নরসিংদী পাসপোর্ট এবং বিআরটিএ অফিসের সহকারী পরিচালকগণকে সেবা প্রদানে অধিকতর আন্তরিক হবার সুপারিশ করেন।

 

ঢাকা/এম এ রহমান/সনি

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়