ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

করোনা: মাস্কের দাম বেশি রাখায় অর্থদণ্ড, ফার্মেসি বন্ধ

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:১৭, ৯ মার্চ ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
করোনা: মাস্কের দাম বেশি রাখায় অর্থদণ্ড, ফার্মেসি বন্ধ

দেশে করোনাভাইরাস আক্রান্ত রোগী শনাক্ত হওয়ার খবরের পর চাহিদা বেড়ে যাওয়ায় মাস্কের দাম বাড়িয়ে দেওয়ার অভিযোগ উঠেছে কিছু অসাধু ব্যবসায়ীর বিরুদ্ধে। আর সে বিষয়ে সত্যতা যাচাইয়ে রাজধানীর তেজগাঁও থানা এলাকার ফার্মেসিগুলোতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

সোমবার (০৯ মার্চ) দুপুরে এ অভিযান পরিচালনা করা হয়। এসময় ফার্মগেট এলাকার কয়েকটি ফার্মেসিকে অর্থদণ্ডসহ ‘সুনান ফার্মা’ নামে একটি ফার্মেসিকে সাময়িকভাবে বন্ধ করেছে দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

আদালত পরিচালনা করেন ভোক্তা অধিকারের সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক আব্দুল জাব্বার মণ্ডল। এসময় সার্বিক সহযোগিতায় ছিল ঢাকা মেট্রোপলিটন পুলিশের তেজগাঁও থানা।

জনস্বার্থে এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে বলেও জানান আব্দুল জাব্বার মণ্ডল।


ঢাকা/নূর/জনি

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়