ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

অর্থ লোপাট: চিশতীসহ ৪ জনের বিরুদ্ধে মামলা

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:৩৩, ১১ মার্চ ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
অর্থ লোপাট: চিশতীসহ ৪ জনের বিরুদ্ধে মামলা

সাড়ে ৭০ লাখ টাকা আত্মসাতের অভিযোগে দি ফারমার্স ব্যাংকের (বর্তমান পদ্মা ব্যাংক) অডিট কমিটির সাবেক চেয়ারম্যান মাহবুবুল হক চিশতীসহ চারজনের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বুধবার (১১ মার্চ) দুদকের ঢাকা সমন্বিত জেলা কার্যালয়-২ এ সংস্থাটির উপ-সহকারী পরিচালক মোহাম্মদ শাহজাহান মিরাজ বাদী হয়ে মামলাটি দায়ের করেন।

মামলার আসামিরা হলেন- দি ফারমার্স ব্যাংক লিমিটেডের অডিট কমিটির সাবেক চেয়ারম্যান মো. মাহবুবুল হক চিশতী, সাবেক ব্যবস্থাপনা পরিচালক ও সিইও চৌধুরী মোস্তাক আহমেদ, পদ্মা ব্যাংকের হেড অব ব্যাংকিং অপারেশন ডিভিশন প্রকাশ চন্দ্র মোদক ও মেসার্স রিমি এন্টারপ্রাইজের মালিক মো. মোস্তফা কামাল।

এজাহার সূত্রে জানা যায়, আসামিরা পরস্পর যোগসাজশে অসৎ উদ্দেশে ক্ষমতার অপব্যবহার করে কোনোরকম প্রাক্কলন এবং প্রাক্কলিত মূল্য নিরুপণ না করে প্রচলিত বাজার দরের চেয়ে বেশি মূল্যে ব্যাংকের কচুয়া শাখা, বকশীগঞ্জ শাখা, শ্রীবরদী শাখা ও শেরপুর শাখা থেকে সাজানো দরপত্র প্রকাশ ও কার্যাদেশ দেখিয়ে ৭০ লাখ ৬১ হাজার ৮২৩ টাকা আত্মসাত করেছেন।

অনুসন্ধানে দেখা যায়, ব্যাংকের উদ্যোক্তা পরিচালক মো. মাহবুবুল হক চিশতী (বাবুল চিশতী) তার শ্যালক মো. মোস্তফা কামাল ও তার স্বার্থ সংশ্লিষ্ট অন্যান্য প্রতিষ্ঠানের অনুকূলে উচ্চমূল্যে ইনটেরিয়র ডেকোরেশন ও ফার্নিচার সাপ্লাইসহ বিভিন্ন কার্যাদেশ দিয়ে ব্যাংকের অর্থ আত্মসাৎ করেছেন।

দুদকের অনুসন্ধানে বিষয়গুলো প্রমাণিত হওয়ায় তাদের বিরুদ্ধে দণ্ডবিধি’র ৪০৯/৪১৮/১০৯ ধারা ও দুর্নীতি প্রতিরোধ আইনে মামলা দায়ের হয়েছে।


ঢাকা/এমএরহমান/জনি

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়