ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

ভারতীয়কে পাসপোর্ট দেওয়ায় ৮ জনের বিরুদ্ধে মামলা

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:৩৭, ১২ মার্চ ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
ভারতীয়কে পাসপোর্ট দেওয়ায় ৮ জনের বিরুদ্ধে মামলা

ভারতীয় নাগরিককে বাংলাদেশি পাসপোর্ট দেওয়ার অভিযোগে পাসপোর্ট অধিদপ্তরের সহকারী পরিচালক আবজাউল আলমসহ আটজনের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বৃহস্পতিবার (১২ মার্চ) দুদকের রাজশাহী সমন্বিত জেলা কার্যালয়ে মামলাটি করেন সংস্থাটির সহকারী পরিচালক মামুনুর রশীদ চৌধুরী।

দুদকের জনসংযোগ কর্মকর্তা প্রনব কুমার ভট্টাচার্য্য রাইজিংবিডিকে এসব তথ্য নিশ্চিত করেছেন।

গতকাল বুধবার (১১ মার্চ) দুদক থেকে এ মামলার অনুমোদন দেয়। মামলার আসামিরা হলেন- রাজশাহী বিভাগীয় পাসপোর্ট অফিসের সহকারী পরিচালক আবজাউল আলম, ভারতীয় নাগরিক হাফিজ আহমেদ, রাজশাহী পাসপোর্ট অফিসের কর্মচারী রঞ্জু লাল সরকার, হুমায়ুন কবির, দেলোয়ার হোসেন, আলমাস উদ্দিন, ইব্রাহিম হোসেন ও আবদুল ওয়াদুদ।

এজাহার সূত্রে জানা যায়, ভারতীয় নাগরিক হাফিজ আহমেদ ভুয়া জন্মসনদ ব্যবহার করে রাজশাহী বিভাগীয় অফিসে পাসপোর্টের জন‌্য আবেদন করেন। ভেরিফেকশন শেষে পুলিশ হাফিজ আহমেদকে ভারতীয় নাগরিক হিসেবে চিহ্নিত করে প্রতিবেদন দেওয়ার পরও পাসপোর্ট অফিসের কর্মকর্তা-কর্মচারীদের একটি চক্র তাকে বাংলাদেশি পাসপোর্ট দেন। দুদকের উপ-পরিচালক আবু বকর সিদ্দিকের নেতৃত্বে তিন সদস্যের দল এ দুর্নীতির বিষয়ে অনুসন্ধান করেন।


ঢাকা/এম এ রহমান/রফিক

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়