ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

রাজধানীতে কোটি টাকার নকল প্রসাধনী জব্দ

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৩:৪৩, ১৬ মার্চ ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
রাজধানীতে কোটি টাকার নকল প্রসাধনী জব্দ

রাজধানী চকবাজারের দেবীদাস ঘাট লেন এলাকায় নকল কসমেটিক্স তৈরির কারখানায় অভিযান চালিয়ে কোটি টাকার প্রসাধনী জব্দ করেছেন র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) ভ্রাম্যমাণ আদালত।

রোববার (১৬ মার্চ) দিনগত রাত সাড়ে ১১টার দিকে র‌্যাব সদর দপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারওয়ার আলমের নেতৃত্বে অভিযান শুরু হয়ে চলে মধ্যরাত পর্যন্ত। 

অভিযানে অনুমোদনহীন কেমিক্যাল, ট্যালকম পাউডার, ক্রিম, মেহেদীসহ অন্যান্য প্রসাধনী জব্দ করা হয়।

এ সময় নকল প্রসাধনী তৈরির দায়ে কারখানা মালিক হাসান মাহমুদ সুমনকে আটক করে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড এবং পাঁচ লাখ টাকা জরিমানা করেন সারওয়ার আলমের ভ্রাম্যমাণ আদালত।  জরিমানা অনাদায়ে আরও তিন মাসের দণ্ড ঘোষণা করা হয়।

অভিযানের বিষয়ে সারওয়ার আলম বলেন, বিদেশি বিভিন্ন ব্র্যান্ডের পণ্য নকল করে এখানে তৈরি করা হচ্ছিলো।  এ অপরাধে কারখানার মালিককে এক বছরের কারাদণ্ড,  পাঁচ লাখ টাকা জরিমানা; অনাদায়ে আরো তিন মাসের দণ্ড দেওয়া হয়েছে।  কারখানা থেকে কোটি টাকা মূল্যের প্রসাধনী জব্দ করা হয়েছে।

 

ঢাকা/নূর/জেডআর

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়