ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

ঢাকা-১০ আসনের উপনির্বাচনের ফল বাতিল চেয়ে রিট

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:০৩, ২২ মার্চ ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
ঢাকা-১০ আসনের উপনির্বাচনের ফল বাতিল চেয়ে রিট

ঢাকা-১০ সংসদীয় আসনের উপনির্বাচনের ফল বাতিল চেয়ে  রিট আবেদন করা হয়েছে। রোববার (২২ মার্চ)  সুপ্রিম কোর্টের আইনজীবী ইউনুছ আলী আকন্দ হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় এই রিট আবেদন করেন।

রিটে প্রধান নির্বাচন কমিশনার, স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সচিব ও আইন মন্ত্রণালয়ের সচিবকে বিবাদী করা হয়েছে।

আইনজীবী ইউনুছ আলী আকন্দ বলেন,‘করোনা ভাইরাসের কারণে গত ২১ মার্চ অনুষ্ঠিত নির্বাচনে ভোটার উপস্থিতি হতে পারেনি। এই নির্বাচন অংশগ্রহণমূলক হয়নি। তাই পরিস্থিতি স্বাভাবিক হলে পুনরায় নির্বাচন দিতে হবে।’

উল্লেখ‌্য,  গত ২২ মার্চ (শনিবার) অনুষ্ঠিত  ঢাকা-১০ আসনের উপনির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মো. শফিউল ইসলাম মহিউদ্দিনকে বিজয়ী ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা জিএম শাহাতাব উদ্দিন।

রিটার্নিং কর্মকর্তার ঘোষিত ফল অনুযায়ী, ‘নৌকা’ প্রতীকে শফিউল ইসলাম পেয়েছেন ১৫ হাজার ৯৫৫ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী শেখ রবিউল আলম রবি ‘ধানের শীষ’ প্রতীক নিয়ে পেয়েছেন ৮১৭ ভোট।  এই আসনে  মোট ভোটার তিন লাখ ১২ হাজার ২৮১ জন।


ঢাকা/মেহেদী/হক

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়