ঢাকা     বৃহস্পতিবার   ১৮ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৫ ১৪৩১

করোনা নিয়ে গুজব: হ্যাকার নাইম কারাগারে

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:৫৯, ৩ এপ্রিল ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
করোনা নিয়ে গুজব: হ্যাকার নাইম কারাগারে

প্রতীকী ছবি

করোনা নিয়ে ফেসবুকে গুজব সৃষ্টির অভিযোগে ডিজিটাল নিরাপত্তা আইনে গ্রেফতার মো. নাইমুর রহমান নাইম (হ্যাকার নাইম)কে রিমান্ড শেষে কারাগারে পাঠিয়েছেন আদালত।

শুক্রবার (৩ এপ্রিল) ঢাকা মেট্টোপলিটন ম্যাজিস্ট্রেট সাদবীর ইয়াছির আহসান চৌধুরী এই আদেশ দেন।

এরআগে, একদিনের রিমান্ড শেষে নাইমকে আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করে পুলিশ।

আদালতে আসামির জামিনের আবেদন করেন তার আইনজীবী। উভয় পক্ষের শুনানি শেষে জামিন নামঞ্জুর করে আসামিকে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত।

প্রসঙ্গত, ৩১ মার্চ মধ্যরাতে সিআইডির সাইবার মনিটরিং টিমের সদস্যরা রাজধানীর যাত্রাবাড়ী এলাকা থেকে নাইমকে গ্রেপ্তার করে। পরদিন তার বিরুদ্ধে কদমতলী থানায় মামলা দায়ের করা হয়।


ঢাকা/মামুন/এনই

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়