ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

মাস্ক পরে লাজ ফার্মায় লুট, ২ দিনেও গ্রেপ্তার নেই

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:০৬, ৭ এপ্রিল ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
মাস্ক পরে লাজ ফার্মায় লুট, ২ দিনেও গ্রেপ্তার নেই

ফাইল ফটো

মাস্ক পরে অস্ত্রের মুখে জিম্মি করে ওষুধের দোকানে লুটের ঘটনা ঘটেছে। রোববার (৫ এপ্রিল) রাত সাড়ে ১০টায় রাজধারনীর খিলগাঁয়ে এই লুটের ঘটনা ঘটে। তবে, মঙ্গলবার (৭ এপ্রিল) পর্যন্ত এই ঘটনা গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। লুটের ঘটনা নিশ্চিত করেছেন খিলগাঁও থানার অফিসার ইনচার্জ (ওসি) মশিউর রহমান।

ওসি বলেন, ‘রোববার রাত সাড়ে ১০টায় রাজধানীর খিলগাঁওয়ের সি ব্লকের লাজ ফার্মার ওষুধের দোকানে লুটের ঘটনা ঘটে। মাস্ক পরা ৫/৬ জন দুর্বৃত্ত দোকানের স্টাফদের জিম্মি করে মাত্র দুই থেকে তিন মিনিটের মধ্যে দুই লাখ টাকা, মোবাইল ও অন্যান্য মূল্যবান জিনিস নিয়ে যায়। সিসিটিভির ফুটেজ দেখে অপরাধীদের শনাক্তের চেষ্টা চলছে।’

এ ঘটনার পরদিন লাজ ফার্মার পক্ষে কর্মকর্তা মোহাম্মদ শরীফ খান বাদী হয়ে খিলগাঁও থানায় লুটের অভিযোগ এনে মামলা দায়ের করেছেন বলে জানান ওসি।


ঢাকা/মাকসুদ/এনই

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়