ঢাকা     মঙ্গলবার   ২৩ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১০ ১৪৩১

কেন্দ্রীয় কারাগার থেকে সোমবার মুক্তি পাচ্ছেন ৪৫ বন্দি

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:২২, ৩ মে ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
কেন্দ্রীয় কারাগার থেকে সোমবার মুক্তি পাচ্ছেন ৪৫ বন্দি

সাধারণ ক্ষমায় কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে ৪৫ বন্দি মুক্তির অপেক্ষায় আছেন। সোমবার যাদের অথদণ্ড আছে তাদের সরকারি ব্যাংকে ট্রেজারি চালানের মাধ্যমে টাকা জমা দিয়ে মুক্তি নিতে হবে।

এ বিষয়ে রোববার (৩ মে) রাতে কেন্দ্রীয় কারাগারের ডেপুটি জেলার মো. লাভলু রাইজিংবিডিকে বলেন, লঘু দণ্ডে দণ্ডিত ৪৫ জনকে মুক্তি দেওয়ার আদেশ রোববার রাতেই পৌঁছেছে। যাদের মুক্তি দেওয়া হচ্ছে তাদের মধ্যে অনেকের সাজার সঙ্গে অর্থদণ্ডও আছে।  যাদের অথদণ্ড আছে তাদের সরকারি ব্যাংকে ট্রেজারি চালানের মাধ্যমে টাকা জমা দিয়ে মুক্তি নিতে হবে সোমবার।

এর আগে রোববার সকাল থেকে দেশের বিভিন্ন কারাগার থেকে ৩৮৫ জন সাধারণ বন্দি মুক্তি পান।  এছাড়া শনিবার  আরো ১৭০ জনকে সাধারণ ক্ষমায় মুক্তি দেওয়া হয়।

কারা সূত্র বলছে, যাদের সাজার মেয়াদ প্রায় শেষ, বয়সে বৃদ্ধ, দীর্ঘদিন কারাগারে আছেন, ভ্রাম্যমাণ আদালতে সাজা হয়েছে, তাদের এই তালিকা করে মুক্তি দেওয়া হচ্ছে।  কারাবিধির (৪০১) ১ ধারার ক্ষমতাবলে তারা মুক্তি পাচ্ছেন।

 

মাকসুদ/সাইফ

 

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়