ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

টিসিবির তেল কালোবাজারে বিক্রি, ছাত্রলীগের সাবেক নেতা কারাগারে

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:২৪, ১০ মে ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
টিসিবির তেল কালোবাজারে বিক্রি, ছাত্রলীগের সাবেক নেতা কারাগারে

টিসিবির তেল কালোবাজারে বিক্রি করার অভিযোগে গ্রেপ্তার মোহাম্মদপুর থানা ছাত্রলীগের সাবেক সভাপতি আইনুল ইসলামের রিমান্ড ও জামিনের আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠিয়েছেন আদালত।

রোববার (১০ মে) ঢাকা মেট্টোপলিটন ম্যাজিস্ট্রেট আতিকুল ইসলাম এ আদেশ দেন।

মামলার তদন্ত কর্মকর্তা মোহাম্মদপুর থানার উপপরিদর্শক (এসআই) সাইদুল ইসলাম আসামিকে আদালতে হাজির করে সংশ্লিষ্ট থানায় দায়ের করা বিশেষ ক্ষমতা আইনের মামলায় ৫ দিনের রিমান্ড আবেদন করেন।

আসামির পক্ষে তার আইনজীবী ফোরকান আহম্মেদ রিমান্ড বাতিল চেয়ে জামিনের আবেদন করেন।

রাষ্ট্রপক্ষ থেকে রিমান্ডের প্রার্থনা করে জামিন নামঞ্জুরের আবেদন করা হয়।

উভয়পক্ষের শুনানি শেষে আদালত রিমান্ড ও জামিনের আবেদন নামঞ্জুর করে আইনুল ইসলামকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

শুক্রবার (০৮ মে) বিকেল ৪টার দিকে মোহাম্মদপুর বিজরী মহল্লা এলাকা থেকে আইনুলকে গ্রেপ্তার করে র‌্যাব-২।

র‌্যাব জানায়, ২ হাজার ৬০০ বোতল তেল টিসিবি থেকে উত্তোলন করেছিলেন আমিনুল ইসলাম। অভিযান চালিয়ে তার কাছ থেকে ১২০ লিটার তেল জব্দ করা হয়েছে।

আইনুল মোহাম্মদপুর থানা ছাত্রলীগের সাবেক সভাপতি।  করোনাভাইরাসের প্রভাবে টিসিবির খোলাবাজারের বিপুল পরিমাণ তেল নানাভাবে তিনি নিজের দখলে নেন। এরপর সেগুলো কালোবাজারে বিক্রি করে আসছিলেন বলে র‌্যাব জানায়।


ঢাকা/মামুন/জেডআর

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়