ঢাকা     মঙ্গলবার   ২৩ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১০ ১৪৩১

বেসরকারি হাসপাতালের কর্মীদের সুরক্ষা সামগ্রী দিতে নির্দেশ

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:২৩, ১৮ মে ২০২০   আপডেট: ১০:৩৯, ২৫ আগস্ট ২০২০
বেসরকারি হাসপাতালের কর্মীদের সুরক্ষা সামগ্রী দিতে নির্দেশ

করোনা থেকে রক্ষায় বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকে দায়িত্বরত ডাক্তার, নার্স ও অন্যান্যদের প্রযোজনীয় সুরক্ষা সরঞ্জাম সরবরাহের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

সোমবার (১৮ মে) বিচারপতি ওবায়দুল হাসানের ভার্চুয়াল হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন।

একইসঙ্গে আগামী এক সপ্তাহের মধ্যে মহামারি করোনাভাইরাস প্রতিরোধে উপদেষ্টা কমিটির নেওয়া বিভিন্ন পদক্ষেপ ও সুপারিশগুলো সম্পর্কে একটি প্রতিবেদন আদালতে দাখিল করতে নির্দেশ দিয়েছেন আদালত।

আদালতে আবেদনের পক্ষে ভিডিও কনফারেন্সে শুনানি করেন আইনজীবী মনজিল মোরসেদ।  রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম।

এর আগে গত ১১ মে এ বিষয়ে হিউম্যান রাইটস অ‌্যান্ড পিস ফর বাংলাদেশের পক্ষে অ্যাডভোকেট মনজিল মোরসেদ এ রিট দায়ের করেন।


ঢাকা/মেহেদী/জেডআর

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়