ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

ত্রাণ আত্মসাতের অভিযোগে ৬ জনের বিরুদ্ধে মামলা

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:২৭, ৩১ মে ২০২০   আপডেট: ১০:৩৯, ২৫ আগস্ট ২০২০
ত্রাণ আত্মসাতের অভিযোগে ৬ জনের বিরুদ্ধে মামলা

ত্রাণের ৮১৭ বস্তার ৪৭ হাজার ৮৫০ কেজি সরকারি গম আত্মসাতের অভিযোগে রাইসমিল মালিক ও ইউনিয়ন পরিষদের সদস্যসহ ছয়জনের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

রোববার (৩১ মে) দুদকের খুলনা সমন্বিত জেলা কার্যালয়ের উপসহকারী পরিচালক নীলকমল পাল বাদী হয়ে হয়ে মামলা দায়ের করেন। দুদকের জনসংযোগ কর্মকর্তা প্রনব কুমার ভট্টাচার্য্য রাইজিংবিডিকে বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলার আসামিরা হলেন- সাতক্ষীরা জেলার কালীগঞ্জ উপজেলার মো. মনিরুজ্জামান মনি, একই উপজেলার মনিমুক্তা রাইস মিলের ম্যানেজার মো. মোজাহিদুল আলম মুকুল, শ্যামনগর উপজেলার কৈখালি ইউনিয়ন পরিষদের সদস্য পবিত্র কুমার সরকার, মনিমুক্তা রাইস মিলের মালিক মো. আব্দুল গফ্ফার, শ্যামনগর উপজেলার  ব্যবসায়ী মোহাম্মদ আলী সাপুই ও একই উপজেলার আব্দুল মজিদ গাজী।

মামলা অভিযোগে বলা হয়, আসামিরা পরস্পর যোগসাজশে জালিয়াতি ও প্রতারণার আশ্রয় নিয়ে ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে ত্রাণের জন্য বরাদ্দ ৪৭ হাজার ৮৫০কেজি সরকারি গম আত্মসাৎ করেছেন।

করোনাভাইরাসের এ পরিস্থিতিতে সামাজিক নিরাপত্তামূলক কর্মসূচিতে দুর্নীতির অভিযোগে এর আগে দেশের বিভিন্ন স্থানে ১৬টি মামলা দায়ের করে দুদক।


ঢাকা/এম এ রহমান/ইভা

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়