ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

শর্ত সাপেক্ষে ৩ মামলায় রাশেদ চিশতীর জামিন বহাল

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:৩১, ২ জুন ২০২০   আপডেট: ১০:৩৯, ২৫ আগস্ট ২০২০
শর্ত সাপেক্ষে ৩ মামলায় রাশেদ চিশতীর জামিন বহাল

ফারমার্স ব্যাংকে অর্থ কেলেঙ্কারির ঘটনায় ব্যাংকটির সাবেক পরিচালক রাশেদুল হক চিশতীকে নিম্ন আদালতের দেওয়া জামিন শর্ত সাপেক্ষে বহাল রেখেছেন হাইকোর্ট। 

শর্তের মধ্যে রয়েছে তিনি জামিন নিয়ে বিদেশ যেতে পারবেন না, পদ্মা ব্যাংকে ঢুকতে পারবেন না এবং তদন্ত কাজে কোনো প্রকার হস্তক্ষেপ করতে পারবেন না।

মঙ্গলবার (২ জুন) বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদারের ভার্চুয়াল হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

আদালতে রাশেদুল চিশতীর পক্ষে শুনানি করেন সিনিয়র আইনজীবী এ এম আমিন উদ্দিন। তাকে সহযোগিতা করেন আইনজীবী শেখ বাহারুল ইসলাম ও কবির শাহরিয়ার বিপ্লব।   রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম ও ডেপুটি অ্যাটর্নি জেনারেল একেএম আমিন উদ্দিন মানিক। আর দুদকের পক্ষে ছিলেন মো. খুরশিদ আলম খান।

পরে আইনজীবী খুরশিদ আলম খান বলেন, শর্ত সাপেক্ষে আদালত রাশেদুল হকের বিরুদ্ধে অর্থ পাঁচার, জ্ঞাত আয় বর্হির্ভূত সম্পদ অর্জনসহ তিনটি মামলায় জামিন বহাল রেখেছেন। তবে তার বিরুদ্ধে আরও মামলায় থাকায় তিনি কারামুক্তি পাচ্ছেন না।

গত ২০ মে   ১৫৯ কোটি টাকা আত্মসাতের মামলায় রাশেদুল হক চিশতীকে দেওয়া জামিন নিয়মিত বেঞ্চে শুনানি না হওয়া পর্যন্ত স্থগিত থাকবে বলে আদেশ  দেন হাইকোর্টের আরেকটি ভার্চুয়াল বেঞ্চ।

 

ঢাকা/মেহেদী/ইভা

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়