ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

লিবিয়ায় বাংলাদেশি হত্যা: রিমান্ডে আল আমিন

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:২৬, ১২ জুন ২০২০   আপডেট: ১০:৩৯, ২৫ আগস্ট ২০২০
লিবিয়ায় বাংলাদেশি হত্যা: রিমান্ডে আল আমিন

লিবিয়ার দক্ষিণাঞ্চলীয় মিজদাহ শহরে ২৬ বাংলাদেশিকে হত্যার ঘটনায় রাজধানীর খিলগাঁও থানায় দায়ের করা মামলায় মানবপাচারকারী আল আমিনের তিনদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

শুক্রবার (১২ জুন) আল আমিনকে আদালতে হাজির করে সাত দিনের রিমান্ড আবেদন করে মামলার তদন্ত সংস্থা সিআইডি।

আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মেট্টোপলিটন ম্যাজিস্ট্রেট আবু সুফিয়ান মো. নোমান তার তিন দিনের রিমান্ডের আদেশ দেন।

গত ২৮ মে লিবিয়ায় মানবপাচারকারীদের হাতে ২৬ বাংলাদেশি নিহত ও ১২ জন আহত হন।  ১৫ দিন আগে লিবিয়ার বেনগাজী থেকে মরুভূমি পাড়ি দিয়ে ত্রিপলিতে নেওয়া হচ্ছিল ৩৮ বাংলাদেশিকে।  পথেই তাদের জিম্মি করে সন্ত্রাসীরা।  এর মধ্যে ২৬ জনকে নির্মমভাবে গুলি করে হত্যা করা হয়।  এরপর বিভিন্ন থানায় ২২টি মামলা দায়ের করা হয়।

 

ঢাকা/মামুন/জেডআর

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়