ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

বিশ্ব অর্থনীতিতে করোনার প্রভাব নিয়ে আন্তর্জাতিক ওয়েবিনার

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৪:২৭, ১৪ জুন ২০২০   আপডেট: ১০:৩৯, ২৫ আগস্ট ২০২০
বিশ্ব অর্থনীতিতে করোনার প্রভাব নিয়ে আন্তর্জাতিক ওয়েবিনার

করোনা পরিস্থিতিতে বৈশ্বিক অথর্নীতিতে  কর্মসংস্থানের সংকট ও আইন শীর্ষক ওয়েবিনার অনুষ্ঠিত হতে যাচ্ছে।

ল’ ফার্ম লিগ্যাল কাউন্সিলের উদ্যোগে এই ওয়েবিনারে দেশি-বিদেশি আইনজীবীরা অংশ নেবেন।

রোববার (১৪ জুন) বিকেল ৫টায় এটি অনুষ্ঠিত হবে। ওয়েবিনারটি সঞ্চালনা করবেন লিগ্যাল কাউন্সিলের পার্টনার ও সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার মিতি সানজানা। বেসরকারি টেলিভিশন চ্যানেল আই ওয়েবিনারটি সরাসরি সম্প্রচার করবে।

আলোচনায় অংশগ্রহণ করবেন অস্ট্রেলিয়ার আইনজীবী লুসি ক্যারোল, লিগ্যাল কাউন্সিলের প্রধান ও করপোরেট আইনজীবী ব্যারিস্টার ওমর এইচ খান, ভারতের  আইনজীবী পংকজ শ্রিংলা, নাইজেরিয়ার আইনজীবী ও উগান্ডা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ওলুগবেঙ্গা ওকে সেমুয়েল ও পাকিস্থানের আইনজীবী  ও কলামিস্ট নাইমা আহমেদ।

লিগ্যাল কাউন্সিলের পার্টনার ব্যারিস্টার মিতি সানজানা রাইজিংবিডিকে বলেন, ‘আমরা আইন জগতে সব সময় সৃজনশীল কাজ করার চেষ্টা করি। নতুন নতুন কনসেপ্ট বাস্তবায়ন করি। তারই ধারাবাহিতায় আন্তর্জাতিক এ ওয়েবিনারের আয়োজন করেছি। এখানে করোনা পরিস্থিতি বৈশ্বিক অর্থনীতিতে যে নেতিবাচক প্রভাব ফেলেছে এবং কর্মসংস্থানের সংকট দেখা দিয়েছে সে বিষয়ে আলোচনা হবে।’

 

ঢাকা/মেহেদী/ইভা

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়