ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

লিবিয়ায় ২৬ বাংলাদেশি হত্যা: ২ আসামির রিমান্ড মঞ্জুর

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:৪৮, ১৮ জুন ২০২০   আপডেট: ১০:৩৯, ২৫ আগস্ট ২০২০
লিবিয়ায় ২৬ বাংলাদেশি হত্যা: ২ আসামির রিমান্ড মঞ্জুর

লিবিয়ার দক্ষিণাঞ্চলীয় মিজদাহ শহরে ২৬ বাংলাদেশিকে হত্যার ঘটনায় গ্রেপ্তার আব্দুর রহমান ও মাহমুদুল হাসানের দুই দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

বৃহস্পতিবার (১৮ জুন) ঢাকা মেট্টোপলিটন ম্যাজিস্ট্রেট হাবিবুর রহমান চৌধুরী আসামিদের এই রিমান্ড মঞ্জুর করেন।

দুই আসামিকে আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড আবেদন করে মামলার তদন্ত কর্মকর্তা (পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন্সের এসআই) মেহেদী হাসান।
এরআগে, বুধবার (১৭ জুন) আসামিদের গ্রেপ্তার করে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।

উল্লেখ্য,  চলতি বছরের ২৮ মে লিবিয়ায় মানবপাচারকারীদের হাতে ২৬ বাংলাদেশি নিহত হন; আহত হন আরও ১২ জন। ওই ঘটনায় ৩৮ জনকে আসামি করে গত ২ জুন রাজধানীর পল্টন থানায় মামলা করে সিআইডি।  



ঢাকা/মামুন/এনই

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়