ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

ব্যবসায়ী হেলাল হত্যা: রুপম রিমান্ডে

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:৩৫, ২২ জুন ২০২০   আপডেট: ১০:৩৯, ২৫ আগস্ট ২০২০
ব্যবসায়ী হেলাল হত্যা: রুপম রিমান্ডে

রাজধানীর দক্ষিণখানে ব্যবসায়ী হেলাল উদ্দিন হত্যা মামলায় চার্লস রুপমের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

সোমবার (২২ জুন) আসামিকে আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা। ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আবু সাঈদ রিমান্ডের আদেশ দেন। আসামির পক্ষে কোনো আইনজীবী ছিলেন না।

রোববার (২১ জুন) মধ্য রাতে রুপমকে গ্রেপ্তার করা হয়।

এর আগে ১৯ জুন রুপমের শাশুড়ি শাহীনা আকতার (৪৮) ও স্ত্রী মনিষা সরকার (২৫) দোষ স্বীকার করে জবানবন্দি দেন। তারা কারাগারে আছেন।

উল্লেখ্য, গত ১৫ জুন ব্যবসায়ী হেলাল উদ্দিনকে হত্যার পর তার মরদেহ টুকরো করে দক্ষিণখান ও বিমানবন্দর এলাকায় ফেলে যায় দুর্বৃত্তরা। পুলিশ প্রথমে তার নাভির নিচের অংশ ও পরে বাকি অংশ উদ্ধার করে। এ ঘটনায় নিহতের বড় ভাই মো. হুজায়ফা বাদী হয়ে দক্ষিণখান থানায় মামলা দায়ের করেন।


ঢাকা/মামুন/রফিক

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়