ঢাকা     মঙ্গলবার   ১৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৩ ১৪৩১

শিক্ষার্থীদের মালামাল ফেলে দেওয়া কেয়ারটেকার কারাগারে

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:০৮, ৫ জুলাই ২০২০   আপডেট: ১০:৩৯, ২৫ আগস্ট ২০২০
শিক্ষার্থীদের মালামাল ফেলে দেওয়া কেয়ারটেকার কারাগারে

ভাড়াটিয়া শিক্ষার্থীদের মালামাল ও গুরুত্বপূর্ণ কাগজপত্র ভাগাড়ে ফেলে দেওয়া ‘আলিফ ছাত্রাবাস’-এর কেয়ারটেকার খোরশেদ আলমকে রিমান্ড শেষে কারাগারে পাঠিয়েছেন আদালত। রোববার (৫ জুলাই) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আশেক ইমাম এই আদেশ দেন।

এর আগে, একদিনের রিমান্ড শেষে খোরশেদ আলমকে আদালতে হাজির করে কারাগারে পাঠানোর আবেদন করেন তদন্তকর্মকর্তা।

প্রসঙ্গত, গত ১ জুলাই (বুধবার) গভীর রাতে খোরশেদকে গ্রেপ্তার করে পুলিশ।  গত ৩ জুলাই এ আসামির এক দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।

উল্লেখ‌্য, করোনা পরিস্থিতির  কারণে রাজধানীর ইন্দিরা রোডের একটি ছাত্রাবাসের শিক্ষার্থীরা গ্রামের বাড়িতে চলে যান। কিছুদিন আগে তারা জানতে পারেন, ছাত্রাবাসের কেয়ারটেকার খোরশেদ আলম এপ্রিল থেকে মে মাসের ভাড়া না পেয়ে তাদের কক্ষের তালা ভেঙে চেয়ার-টেবিল, বই-খাতা, আসবাবপত্রসহ মালামাল সরিয়ে ফেলেছেন।এরপর বুধবার দিনের কোনো এক সময় শিক্ষাসনদসহ গুরুত্বপূর্ণ কাগজপত্রও ভাগাড়ে ফেলে দেন ওই কেয়ারটেকার।

খবর পেয়ে ওইদিন শিক্ষার্থীরা ছাত্রাবাসে ফিরে দেখেন তাদের ঘরে তালা ঝুলছে।

এই ঘটনায় সোনারগাঁও ইউনিভার্সিটির শিক্ষার্থী মো. সোহান বাদী হয়ে কলাবাগান থানায় মামলা দায়ের করেন।


ঢাকা/মামুন/এনই

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়