ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

সিআইডির নজরদারিতে মানবপাচারের গডফাদাররা

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:২২, ৬ জুলাই ২০২০   আপডেট: ১০:৩৯, ২৫ আগস্ট ২০২০
সিআইডির নজরদারিতে মানবপাচারের গডফাদাররা

লিবিয়াসহ বিভিন্ন দেশে মানবপাচারের সঙ্গে যুক্ত গডফাদাররা পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) নজরদারিতে আছে বলে জানিয়েছেন সংস্থাটির প্রধান ও অতিরিক্ত আইজিপি ব্যারিস্টার মাহবুবুর রহমান।

সোমবার (৬ জুলাই) দুপুরে রাজধানীর মালিবাগে সিআইডির কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ কথা জানান তিনি।

সিআইডির প্রধান বলেন, ‘লিবিয়ায় মানবপাচারের ঘটনায় ২৬ বাংলাদেশি নিহত হয়েছেন। আহত হয়েছেন ১১ জন। এ ঘটনায় জড়িত গডফাদারদের তিনজনের সম্পর্কে তথ্য-প্রমাণ পাওয়া গেছে। তাদের বিষয়ে তদন্ত চলছে। তদন্তের স্বার্থে এখনই আমরা কিছু বলতে চাচ্ছি না। মানবপাচারকারীদের বিষয়ে সরকারের দুটি মন্ত্রণালয়ের কাছ থেকে আমরা দুটি তালিকা পেয়েছি। পাচার হওয়া ভুক্তভোগী, তাদের পরিবার ও বিভিন্ন দেশের অ্যাম্বাসির কাছ থেকে অনেক নাম পাওয়া গেছে। তাদেরকেও আমরা নজরদারিতে রেখেছি।’

তিনি আরো বলেন, ‘গ্রেপ্তার হওয়া মানবপাচারকারীদের কাছ থেকেও অনেক নাম এসেছে। সেগুলো যাচাই-বাছাই করা হচ্ছে। মানবপাচারকারী চক্রের গডফাদারদের বিষয়ে বিভিন্নভাবে অনুসন্ধান চলছে। তাদের গ্রেপ্তার করতে পারলে অবশ্যই সামনে নিয়ে আসব। আমরা আইনি সকল প্রসিডিউর মেনেই কাজ করছি, যাতে গ্রেপ্তারের পর অপরাধীরা ছাড় না পায়। ’

অর্থপাচারের মামলার বিষয়েও তদন্ত শুরু হয়েছে, জানিয়ে ব‌্যারিস্টার মাহবুবুর রহমান বলেন, ‘প্রথমে প্রাথমিক অনুসন্ধান করতে হয়। এতে যে তথ্য পাওয়া যায় তার ভিত্তিতে মামলা হয়। সে মামলার তদন্ত সিআইডি করে থাকে। এখন পর্যন্ত আমরা তিনজন ব্যক্তির ফাইল ওপেন করেছি। তাদের বিষয় তদন্ত চলছে।’


ঢাকা/নূর/রফিক

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়