ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

মাদকসেবন বন্ধে তেজগাঁও রেললাইনের পাশের বস্তি উচ্ছেদ

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:২৪, ৬ জুলাই ২০২০   আপডেট: ১০:৩৯, ২৫ আগস্ট ২০২০
মাদকসেবন বন্ধে তেজগাঁও রেললাইনের পাশের বস্তি উচ্ছেদ

নিয়মিত মাদকসেবনের আড্ডা ও মাদক কেনাবেচা বন্ধে রাজধানীর তেজগাঁওয়ে রেললাইনের পাশের বস্তিতে অভিযান চালিয়েছে পুলিশ।

সোমবার (৬ জুলাই) দুপুর ১২টার দিকে শুরু হওয়া এ উচ্ছেদ অভিযানে শতাধিক ঘর উচ্ছেদ করা হয়েছে।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) তেজগাঁও বিভাগের উপ-কমিশনার (ডিসি) মোহাম্মদ হারুন অর রশিদ জানিয়েছেন, কারওয়ান বাজারে এফডিসি সংলগ্ন রেললাইনের পাশ থেকে তেজগাঁও ট্রাক স্ট্যান্ড পর্যন্ত ঘরগুলো উচ্ছেদ করা হয়েছে। এসব ঘরে মাদকসেবনের আড্ডা বসত। মাদক বিক্রি করা হতো। কিছুদিন আগেই আমরা এখান থেকে বেশ কয়েকজনকে মাদকসহ গ্রেপ্তার করি। আজ অভিযান চালিয়ে ঘরগুলো ভেঙে দেওয়া হয়।


ঢাকা/নূর/রফিক

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়