ঢাকা     বুধবার   ২৪ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১১ ১৪৩১

সুপ্রিম কোর্টের বিচারপতিদের ফুলকোর্ট সভা ৮ জুলাই

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:৫৩, ৬ জুলাই ২০২০   আপডেট: ১০:৩৯, ২৫ আগস্ট ২০২০
সুপ্রিম কোর্টের বিচারপতিদের ফুলকোর্ট সভা ৮ জুলাই

ভার্চুয়াল আদালত ব্যবস্থাপনা নিয়ে সুপ্রিম কোর্টের আপিল ও হাইকোর্ট বিভাগের বিচারপতিদের নিয়ে ফুলকোর্ট সভা ডেকেছেন প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন। আগামী ৮ জুলাই (বুধবার) বিকেল ৪টায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে এ ফুলকোর্ট সভা অনুষ্ঠিত হবে।

সোমবার (৬ জুলাই) সন্ধ্যায় সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল আলী আকবর  ফুলকোর্ট সভা প্রসঙ্গে বিজ্ঞপ্তি জারি করেছেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের সভাপতিত্বে অুনষ্ঠিত সভায় ভার্চুয়াল আদালতের জন্য প্রয়োজনীয় আনুষঙ্গিক বিষয় নিয়ে আলোচনা হবে। ভিডিও কনফারেন্সের মাধ্যমে এবিষয়ে আপিল বিভাগ ও হাইকোর্ট বিভাগের মতামত দিতে অনুরোধ করা হয়েছে।

সর্বশেষ গত ১০ মে  ফুলকোর্ট সভা অনুষ্ঠিত হয়। ওই সভায় সুপ্রিম কোর্টসহ সারাদেশে ভার্চুয়াল আদালত চালুর সিদ্ধান্ত নেওয়া হয়। সিদ্ধান্ত অনুযায়ী ওইদিনই ভার্চুয়াল আদালত পরিচালনার জন্য আপিল বিভাগ, হাইকোর্ট বিভাগ এবং অধন্তন আদালতের জন্য আলাদা আলাদা ‘প্র্যাকটিস নির্দেশনা’ এবং  আইনজীবীদের জন্য ‘ভার্চুয়াল কোর্টরুম ম্যানুয়াল’ প্রকাশ করা হয়।

 

 

ঢাকা/মেহেদী/এসএম

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়