ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

যৌন উত্তেজক পণ্য বিক্রি: ৩ জন রিমান্ডে

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:৩৩, ৭ জুলাই ২০২০   আপডেট: ১০:৩৯, ২৫ আগস্ট ২০২০
যৌন উত্তেজক পণ্য বিক্রি: ৩ জন রিমান্ডে

সামাজিক যোগাযোগ মাধ্যমে বিজ্ঞাপন দিয়ে আমদানি নিষিদ্ধ যৌন উত্তেজক পণ্য ও মাদক বিক্রির দায়ে গ্রেপ্তার হওয়া তিনজনের এক দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

মঙ্গলবার (৭ জুলাই) গুলশান থানা পুলিশ আসামিদের আদালতে হাজির করে বিশেষ ক্ষমতা আইনের মামলায় সাত দিনের রিমান্ড চেয়ে আবেদন করে।

আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তোফাজ্জল হোসেন রিমান্ডের আদেশ দেন।

রিমান্ডে যাওয়া আসামিরা হলেন—মো. ফাহিম (২২), মো. আলতাফ মৃধা (২৩) ও মো. হেলাল উদ্দিন (৪৯)।

গোপন সংবাদের ভিত্তিতে ৫ জুলাই সন্ধ্যায় গুলশান-২ নম্বর এলাকা থেকে ফাহিমকে আটক করে পুলিশের অ্যান্টি টেররিজম ইউনিট (এটিইউ)। পরে ফাহিমের দেওয়া তথ্য অনুযায়ী আলতাফ ও হেলালকে আটক করা হয়। আটকের সময় তাদের কাছ থেকে নগদ ১ লাখ ৬২ হাজার ৫০০ টাকা, দুটি মোবাইল ফোন, ৫ হাজার ৪০ পিস ইয়াবা, ৫ কেজি নিষিদ্ধ যৌন উত্তেজক জেল জব্দ করা হয়। তাদের বিরুদ্ধে গুলশান থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করা হয়।

 

ঢাকা/মামুন/রফিক

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়