ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

ক্রেস্টের এমডি রিমান্ডে, স্ত্রী কারাগারে

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:৫৩, ৭ জুলাই ২০২০   আপডেট: ১০:৩৯, ২৫ আগস্ট ২০২০
ক্রেস্টের এমডি রিমান্ডে, স্ত্রী কারাগারে

গ্রাহকদের টাকা আত্মসাতের অভিযোগে দায়ের করা মামলায় ক্রেস্ট সিকিউরিটিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মো. শহিদুল্লাহর এক দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। তার স্ত্রী (পরিচালক) নিপা সুলতানাকে কারাগারে পাঠানো হয়েছে।

মঙ্গলবার (৭ জুলাই) পুলিশ শহিদুল্লাহ ও নিপা সুলতানাকে আদালতে হাজির করে। এ সময় পল্টন থানার প্রতারণার অভিযোগে দায়ের করা মামলায় শহিদুল্লাহর ১০ দিনের রিমান্ড মঞ্জুর এবং তার স্ত্রীকে কারাগারে আটক রাখার আবেদন করা হয়।

আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ধীমান চন্দ্র মন্ডল শহিদুল্লাহর এক দিনের রিমান্ড মঞ্জুর করেন।

সোমবার (৬ জুলাই) বেলা ১২টার দিকে লক্ষ্মীপুর- নোয়াখালী সীমান্ত এলাকা থেকে তাদের গ্রেপ্তার করে পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি)।

 

 

ঢাকা/মামুন/রফিক

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়