ঢাকা     মঙ্গলবার   ১৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৩ ১৪৩১

করোনাকালে তথ্যের নিরাপত্তা বিষয়ে ওয়েবিনার রোববার

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:৫৬, ১১ জুলাই ২০২০   আপডেট: ১০:৩৯, ২৫ আগস্ট ২০২০
করোনাকালে তথ্যের নিরাপত্তা বিষয়ে ওয়েবিনার রোববার

করোনা পরিস্থিতিতে ‘ডিজিটাল কমিউনিকেশন: তথ্যের সুরক্ষা ও নিরাপত্তা’ শীর্ষক ওয়েবিনারের আয়োজন করা হয়েছে।

রোববার (১২ জুলাই) বিকেল ৫টা ৪০মিনিটে এই ওয়েবিনার শুরু হবে।  ল ফার্ম লিগ্যাল কাউন্সিল এর আয়োজন করেছে।

ওয়েবিনারে যুক্ত হবেন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার, বিকাশের সিইও কামাল কাদির, বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেসের (বেসিস) সভাপতি সৈয়দ আলমাস কবির ও  লিগ্যাল কাউন্সিলের প্রধান ব্যারিস্টার ওমর এইচ খান।

ওয়েবিনার সঞ্চালনা করবেন লিগ্যাল কাউন্সিলের পার্টনার ও সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার মিতি সানজানা। বেসরকারি টেলিভিশন চ্যানেল আই ওয়েবিনার সরাসরি সম্প্রচার করবে।

লিগ্যাল কাউন্সিলের পার্টনার ব্যারিস্টার মিতি সানজানা রাইজিংবিডিকে বলেন, করোনার কারণে আমরা সবাই এখন অনলাইনে তথ্য আদান-প্রদানের ওপর নির্ভরশীল হয়ে পড়েছি। অফিস আদালতও চলছে অনলাইনে।  তাই অনলাইনে তথ্য আদান-প্রদানের ক্ষেত্রে এর সুরক্ষা ও নিরাপত্তা নিশ্চিত করা  জরুরি।  সেই প্রয়োজনীতার দিক বিবেচনা করেই এ ওয়েবিনারের আয়োজন করেছি।

 

মেহেদী/সাইফ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়