ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

আদালতে নেওয়া হচ্ছে ডা. সাবরিনাকে, চাওয়া হবে রিমান্ড

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৫:০২, ১৩ জুলাই ২০২০   আপডেট: ১০:৩৯, ২৫ আগস্ট ২০২০
আদালতে নেওয়া হচ্ছে ডা. সাবরিনাকে, চাওয়া হবে রিমান্ড

করোনার ভুয়া রিপোর্ট দেওয়ার অভিযোগে গ্রেপ্তার জেকেজির চেয়ারম্যান ও জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটের কার্ডিয়াক সার্জন ডা. সাবরিনা আরিফকে আদালতে নেওয়া হচ্ছে। 

সোমবার (১৩ জুলাই) সকালে তেজগাঁও থানা থেকে তাকে আদালতে হাজির করে ৪ দিনের রিমান্ড চাওয়া হবে।

পুলিশের তেজগাঁও বিভাগের উপকমিশনার (ডিসি) মোহাম্মদ হারুন অর রশিদ রাইজিংবিডিকে এ তথ‌্য নিশ্চিত করেছেন।

হারুন অর রশিদ জানান, করোনা টেস্টে প্রতারণার অভিযোগে তেজগাঁও থানায় মামলায় হয়। রোববার দুপুরে প্রায় দুই ঘণ্টা ডা. সাবরিনাকে জিজ্ঞাসাবাদ করা হয়। এরপর তাকে গ্রেপ্তার দেখানো হয়। 

সংশ্লিষ্টরা জানায়, ঢাকাসহ দেশের বিভিন্ন জায়গায় করোনার নমুনা সংগ্রহ করে তা পরীক্ষা না করেই জেকেজি হেলথকেয়ার কয়েক হাজার রোগীর করোনা টেস্টের রিপোর্ট দেয়। যার বেশিরভাগই ভুয়া রিপোর্ট বলে ধরা পড়ে। এই অভিযোগে প্রতিষ্ঠানটিতে অভিযান পরিচালনা করে সিলগালা করে দেওয়া হয়।

জেকেজি হেলথকেয়ারের করোনা টেস্ট নিয়ে প্রতারণার অভিযোগে এরইমধ্যে প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী আরিফ চৌধুরীকে গ্রেপ্তার করা হয়েছে। ডা. সাবরিনা তার স্ত্রী।

** ডা. সাবরিনা বরখাস্ত

** জেকেজির চেয়ারম্যান ডা. সাবরিনা গ্রেপ্তার

 

ঢাকা/মাকসুদ/ইভা

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়