ঢাকা     শনিবার   ৩১ আগস্ট ২০২৪ ||  ভাদ্র ১৬ ১৪৩১

‘সন্ধ্যার পর ঢাবি প্রশাসন যেভাবে নির্দেশনা দেবে, সেভাবেই কাজ হবে’

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:১৮, ১৭ জুলাই ২০২৪   আপডেট: ১৮:০৬, ১৭ জুলাই ২০২৪
‘সন্ধ্যার পর ঢাবি প্রশাসন যেভাবে নির্দেশনা দেবে, সেভাবেই কাজ হবে’

ফাইল ছবি

এলিট ফোর্স র‌্যাবের মুখপাত্র লেফটেন্যান্ট কর্নেল মুনীম ফেরদৌস বলেছেন, সাধারণ শিক্ষার্থীদের চলমান কোটা সংস্কার আন্দোলন নিয়ে শিক্ষার্থীদের জন্য দেওয়া নির্দেশনা সন্ধ্যার পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসন যে নির্দেশনা দেবে, আমরা সেভাবেই কাজ করবো। পাশাপাশি শিক্ষার্থীদের হল ছাড়তে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন যে নির্দেশনা দিয়েছে, তা করা উচিত বলে তিনি মনে করেন।

বুধবার (১৭ জুলাই) দুপুরে ঢাবির ভিসি চত্বরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, ক্যাম্পাসের শান্তিশৃঙ্খলা রক্ষায় কাজ করছে র‌্যাব। শিক্ষার্থীদের আবেগ-অনুভূতির প্রতি আমরাও সহানুভূতিশীল। আবার তাদের এ সুযোগে তৃতীয় পক্ষ যদি সুযোগ নেওয়ার চেষ্টা করে সেক্ষেত্রে আমরা তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবো। শিক্ষার্থীদের হল ছাড়ার নির্দেশনা দেওয়া হয়েছে। এর মধ্যে যদি তারা ক্যাম্পাস না ছাড়ে তাহলে বিশ্ববিদ্যালয় প্রশাসন আমাদের যে নির্দেশনা দেবে, আমরা সেভাবেই কাজ করবো। কেননা সরকারের আইন-শৃঙ্খলা তথা শান্তি-শৃঙ্খলা রক্ষায় র‌্যাবের পক্ষ থেকে আমরা সব সময় প্রস্তুত রয়েছি। অতীতেও এ ধরনের আন্দোলন সংগ্রামে র‍্যাব আইনশৃঙ্খলা অবনতি না ঘটে, সে বিষয়েও কাজ করেছে।

মাকসুদ/এনএইচ 

ঘটনাপ্রবাহ

সর্বশেষ

পাঠকপ্রিয়