ঢাকা     শনিবার   ২৩ নভেম্বর ২০২৪ ||  অগ্রহায়ণ ৮ ১৪৩১

আপিলে খালাস পেলেন বিএনপির ২২ নেতাকর্মী 

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:০২, ২১ নভেম্বর ২০২৪  
আপিলে খালাস পেলেন বিএনপির ২২ নেতাকর্মী 

পুলিশের কাজে বাধা দেওয়ার অভিযোগে রাজধানীর পল্টন থানায় দায়ের করা মামলায় দণ্ডপ্রাপ্ত বিএনপির যুগ্ম মহাসচিব হাবিব-উন-নবী খান সোহেল, প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকুসহ দলটির ২২ নেতাকর্মীকে খালাস দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার (২১ নভেম্বর) ঢাকার বিশেষ জজ আদালত-১ এর বিচারক আবুল কাশেম আপিল শুনানি শেষে তাদের খালাসের রায় দেন।

গত বছরের ২০ নভেম্বর ঢাকার মেট্রোপলিটন আদালত এ মামলায় ২২ জনকে দুই বছরের কারাদণ্ড দেন আদালত। এর পর তাদের আইনজীবীরা খালাস চেয়ে আপিল করেন। 

খালাস পাওয়া উল্লেখযোগ্য আসামিদের মধ্যে আছেন- বিএনপির তথ্য ও গবেষণাবিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল, যুবদলের সাবেক সভাপতি সাইফুল আলম নিরব, স্বেচ্ছাসেবক দলের সেক্রেটারি রাজিব আহসান, ছাত্রদলের সাবেক সেক্রেটারি আকরামুল হাসান মিন্টু, হাবিবুর রশিদ হাবিব, যুবদল দক্ষিণের সভাপতি এনামুল হক এনাম প্রমুখ।

মামলার অভিযোগ থেকে জানা যায়, ২০১৭ সালের ২৮ অক্টোবর রাজধানীর নয়া পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয় হয়ে ফেনীতে যাওয়ার কথা ছিল বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার। তিনি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে গেলে আসামিরা পুলিশের কাজে বাধা দেন। পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ করেন তারা। এ ঘটনায় পল্টন মডেল থানার এসআই আবুল কালাম আজাদ বাদী হয়ে একটি মামলা করেন। ২০১৯ সালের ৬ আগস্ট আসামিদের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করে পুলিশ। এরপর আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন আদালত। মামলায় বিভিন্ন সময় পাঁচজন আদালতে সাক্ষ্য দেন।

ঢাকা/মামুন/রফিক


সর্বশেষ

পাঠকপ্রিয়