ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

জান্নাত-জাহান্নামের সিদ্ধান্ত আমরা দিতে পারি না : নওয়াজ

রাসেল পারভেজ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৬:০২, ১৫ মার্চ ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
জান্নাত-জাহান্নামের সিদ্ধান্ত আমরা দিতে পারি না : নওয়াজ

পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ

আন্তর্জাতিক ডেস্ক : পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ বলেছেন, ‘জান্নাত-জাহান্নামে কে যাবে, সে বিষয়ে আমরা সিদ্ধান্ত দিতে পারি না।’

মঙ্গলবার একটি ধর্মীয় অনুষ্ঠানের বক্তব্যে শরিফ বলেন, ‘পাকিস্তান একটি প্রগতিশীল দেশ, একটি নির্দিষ্ট ধর্ম গ্রহণে অন্যদের ওপর কেউ জুলুম করতে পারে না।’

টাইমস অব ইন্ডিয়া অনলাইনের এক খবরে বুধবার এ তথ্য জানানো হয়েছে।

পাকিস্তানি প্রধানমন্ত্রী শরিফ উল্লেখ করেন, ‘জোরপূর্বক ধর্মান্তর ইসলামে অপরাধ।’ সব ধর্মের মানুষের জন্য কাজ করা তার দায়িত্ব বলে মনে করেন তিনি।

ধর্মীয় স্বাধীনতার ওপর গুরুত্বারোপ করে শরিফ বলেন, ‘কোনো ধর্মের বিরোধিতার জন্য পাকিস্তানের সৃষ্টি হয়নি, বরং ধর্মীয় নিপীড়ন রোধ করাই পাকিস্তানের দায়িত্ব।’

পাকিস্তানে সব ধর্মের মর্যাদা অক্ষুণ্ন রাখার প্রত্যয় ব্যক্ত করেন নওয়াজ শরিফ। ধর্ম অবমাননার বিরুদ্ধে তার দৃঢ় অবস্থান তুলে ধরে তিনি বলেন, ‘ধর্ম অবমাননা জঘন্য অপরাধ।’ ধর্মের অবমাননা হয়, এমন আচরণ না করতে পাকিস্তানিদের প্রতি আহ্বান তিনি।

সামাজিক যোগাযোগ মাধ্যমে ধর্ম অবমাননাকর উপাদানের বিষয়ে তদন্ত করার নির্দেশ দিয়েছেন শরিফ। এ জন্য ১০ সদস্যের একটি সংসদীয় কমিটি গঠন করা হচ্ছে।

 


রাইজিংবিডি/ঢাকা/১৫ মার্চ ২০১৭/রাসেল পারভেজ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়