ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

মার্সেল দ্বিতীয় বিভাগ দাবায় পুলিশ ও ঢাকা চেস ক্লাবের জয়

আমিনুল ইসলাম || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:৪৬, ১৩ সেপ্টেম্বর ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
মার্সেল দ্বিতীয় বিভাগ দাবায় পুলিশ ও ঢাকা চেস ক্লাবের জয়

ক্রীড়া প্রতিবেদক : ক্রীড়াবান্ধব প্রতিষ্ঠান ওয়ালটন গ্রুপের জনপ্রিয় ব্র্যান্ড মার্সেল এর পৃষ্ঠপোষকতায় চলছে ‘মার্সেল দ্বিতীয় বিভাগ দাবা লিগ-২০১৮’। আজ বৃহস্পতিবার বাংলাদেশ দাবা ফেডারেশনের ক্রীড়া কক্ষে দ্বিতীয় রাউন্ডের খেলা অনুষ্ঠিত হয়।

দ্বিতীয় রাউন্ডের খেলায় ঢাকা নাইটস চেস ক্লাব ৪-০ গেম পয়েন্টে ৬৪ স্কোয়ার চেস টিমকে, বাংলাদেশ পুলিশ ৩.৫-০.৫ গেম পয়েন্টে ব্র্যাক ইউনির্ভাসিটি রেডকে, ঢাকা চেস ক্লাব ৪-০ গেম পয়েন্টে ক্যাসপারভ চেস ক্লাবকে, সোনারগাঁও চেস ক্লাব ৪-০ গেম পয়েন্টে ব্র্যাক ইউনির্ভাসিটি ব্লু-কে, মাসুদ স্পোর্টস চেস ক্লাব ২.৫-১.৫ গেম পয়েন্টে গোয়ালানন্দ দাবা ক্লাবকে, ঢাকা ইউনির্ভাসিটি-ব্লাক ৩-১ গেম পয়েন্টে পিন চেস ক্লাবকে, লার্নিং চেস একাডেমি ৪-০ গেম পয়েন্ট এলিগেন্ট ইন্টারন্যাশনাল চেস একাডেমি-গ্রিনকে, আব্দুস সাত্তার মেমোরিয়াল চেস ক্লাব ৩-১ গেম পয়েন্ট বাংলাদেশ মহিলা দাবা সমিতিকে, চেস ক্লাব অফ ডিআইইউ ৩-১ গেম পয়েন্টে বাংলাদেশ শিশু একাডেমিকে, ক্রিসেন্ট ক্লাব ৪-০  গেম পয়েন্টে ব্য্যাক ইউনির্ভসিটি গ্রিনকে, তিতাস ক্লাব ৪-০ গেম পয়েন্টে এলিগেন্ট ইন্টারন্যাশনাল চেস একাডেমি টাইগারকে, এলিগেন্ট ইন্টারন্যাশনাল চেস একাডেমি-উত্তরা ৪-০ গেম পয়েন্টে ও ঢাকা ইউনির্ভাসিটি চেস ক্লাব হোয়াইট কে ও জাহাঙ্গীরনগর বিশ^বিদ্যালয় দাবা দল ৪-০ গেম পয়েন্টে ব্র্যাক বিশ^বিদ্যালয় ফিমেলকে পরাজিত করেন। দিবন এয়ার চেস ক্লাব ২-২ গেম পয়েন্টে এলিগেন্ট ইন্টারন্যাশনাল চেস একাডেমি-লায়নের সাথে ড্র করে।

তৃতীয় রাউন্ডের খেলা আগামীকাল ১৪ সেপ্টেম্বর শুক্রবার বিকাল ৪টা থেকে একই স্থানে শুরু হবে।  

 



এবারের এই প্রতিযোগিতায় ৩০টি দলের হয়ে ১৮০ জন দাবাড়– অংশ নিয়েছেন। প্রত্যেক দলে ৪ জন নিয়মিত ও ২ জন অতিরিক্ত খেলোয়াড় রয়েছে। লিগের খেলা ৮ রাউন্ড সুইস-লিগ পদ্ধতিতে অনুষ্ঠিত হচ্ছে। মার্সেল দ্বিতীয় বিভাগ দাবা লিগ চ্যাম্পিয়ন এবং রানার্স আপ দল আগামী ২০১৯ সালের প্রথম বিভাগ দাবা লিগে অংশগ্রহণের সুযোগ পাবে।

মার্সেল দ্বিতীয় বিভাগ দাবা লিগে ৫০ হাজার টাকার প্রাইজমানি থাকছে। তার মধ্যে চ্যাম্পিয়ন দল ২৫ হাজার, রানার্স-আপ দল ১৫ হাজার ও তৃতীয় স্থানধারী দল ১০ হাজার টাকা পাবে। এ ছাড়া ওয়ালটন গ্রুপের পক্ষ থেকে হোম অ্যাপ্লায়েন্স দিয়ে উৎসাহিত করা হবে।

এই প্রতিযোগিতার রেডিও পার্টনার রেডিও টুডে। আর অনলাইন পার্টনার হিসেবে রয়েছে দেশের অন্যতম জনপ্রিয় নিউজ পোর্টাল রাইজিংবিডি.কম।



রাইজিংবিডি/ঢাকা/১৩ সেপ্টেম্বর ২০১৮/আমিনুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়