ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

রংপুর রাইডার্সে খেলবেন হেলস

ইয়াসিন হাসান || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৭:৪০, ১০ অক্টোবর ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
রংপুর রাইডার্সে খেলবেন হেলস

ক্রীড়া প্রতিবেদক: বিপিএলের ষষ্ঠ আসরে আগামী বছর রংপুর রাইডার্সের হয়ে খেলবেন অ্যালেক্স হেলস।

বিপিএলের পঞ্চম আসরে শিরোপা ঘরে তুলে রংপুর রাইডার্স। এবার টাকার থলে নিয়ে মাঠে নেমেছিল বিগ বাজেটের দলটি। কথা চালিয়েছিল এবি ডি ভিলিয়ার্স, লুক রনকি, ডেভিড মিলার, ডেভিড ওয়ার্নারের মতো তারকার সঙ্গে। কিন্তু বিগ ব্যাশ এবং বিপিএল গভর্নিং কাউন্সিলের নতুন নিয়মের কারণে তাদের কাউকেই আনতে পারছে না।

নতুন নিয়ম অনুযায়ী দেশি-বেদেশি চার খেলোয়াড়কে রিটেইন করতে পারবে ফ্রাঞ্চাইজিগুলো। সেই সুযোগে মাশরাফি, মিথুন ও নাজমুলকে দলে টেনেছে রংপুর। বিদেশির মধ্যে ক্রিস গেইলকে রিটেইন করেছে রংপুর। ছেড়ে দিয়েছে ব্রেন্ডন ম্যাককালামকে। প্লেয়ার্স ড্রাফট অনুষ্ঠিত হবে ২৫ অক্টোবর। ড্রাফটের বাইরে থেকে দুজনকে নিতে পারবে ফ্রাইজিগুলো।

সেই সূত্রে ইংল্যান্ডের অ্যালেক্স হেলসকে দলে ঢুকিয়েছে চ্যাম্পিয়নরা।  বিপিএলের পুরো মৌসুমই হেলসে পাবে বলে জানিয়েছেন রংপুরের সিইও ইশতিয়াক সাদেক। ২০১৬ সালে ইংল্যান্ডের বাংলাদেশ সফরে নিরাপত্তা ইস্যুতে আসেননি হেলস। তার সঙ্গী ছিলেন এউইন মরগান। কিন্তু এবার ফ্রাঞ্চাইজি লিগ ঠিকই খেলতে আসছেন হেলস। রংপুরের কোচ হিসেবে আছেন টম মুডি। সানরাইজার্স হায়দরাবাদেরও কোচ তিনি। গত আইপিএলে ডেভিড ওয়ার্নারের জায়গায় হেলসকে দলে ঢুকিয়েছিলেন মুডি। এবার ইংলিশ ওপেনারকে নিয়ে আসছেন রংপুরের জন্য।

এদিকে চিটাগং ভাইকিংস শেষ মুহূর্তে চারজন রিটেইন ক্রিকেটারের নাম ঘোষণা করেছে। তারা লুক রনকি, সিকান্দার রাজা, নাজিবুল্লাহ জারদান ও সানজামুল ইসলামকে দলে রেখেছে। আইকন হিসেবে তাদের পছন্দ মুশফিকুর রহিম। তবে আইকন হিসেবে মুশফিককে পাবেন কিনা তাও নিশ্চিত নয়। সাকিব আল হাসান বিপিএলে অনিশ্চিত। আইকন সাকিবের পরিবর্তে মুশফিককে চাইছে ঢাকা ডায়নামাইটস।




রাইজিংবিডি/ঢাকা/১০ অক্টোবর ২০১৮/ইয়াসিন 

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়