ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

ভারতের মেয়েদের কাছেও পাত্তা পাচ্ছে না নিউজিল্যান্ড

আবু হোসেন পরাগ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:১৩, ২৯ জানুয়ারি ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
ভারতের মেয়েদের কাছেও পাত্তা পাচ্ছে না নিউজিল্যান্ড

ক্রীড়া ডেস্ক : নিউজিল্যান্ডে গিয়ে নিউজিল্যান্ডকে হারানো যে কোনো সফরকারী দলের জন্যই কঠিনতম একটি কাজ। কিন্তু সেই কাজটা কী দারুণভাবেই না করছে ভারত!

৮ উইকেটে, ৯০ রানে, ৭ উইকেটে- নিউজিল্যান্ড-ভারত পাঁচ ম্যাচ সিরিজের প্রথম তিন ওয়ানডের ফল এটি। তিন ম্যাচেই স্রেফ উড়ে গেছে নিউজিল্যান্ড, তিনটি বড় জয়ে দুই ম্যাচ বাকি থাকতেই প্রায় নিশ্চিত করেছে ভারত।

শুধু ছেলেরা নয়, ঘরের মাঠে ভারতের কাছে নাকানিচুবানি খাচ্ছে নিউজিল্যান্ডের মেয়েরাও! আইসিসি নারী চ্যাম্পিয়নশিপে প্রথম দুই ওয়ানডেতে নিউজিল্যান্ডকে বড় ব্যবধানে হারিয়েছে ভারতের মেয়েরা। প্রথম ম্যাচ ৯ উইকেটে জয়ের পর মঙ্গলবার দ্বিতীয় ম্যাচ ৮ উইকেটে জিতেছে ভারত।

দুই ম্যাচেই ভারতের জয়ে বড় অবদান গত মাসে  পুরস্কার জেতা স্মৃতি মান্দানার। নেপিয়ারে প্রথম ম্যাচে মান্দানার দারুণ এক সেঞ্চুরি (১০৫) ও জেমিমাহ রদ্রিগেসের অপরাজিত ৮১ রানের সুবাদে ১৯৩ রানের লক্ষ্য ভারত পেরিয়ে গিয়েছিল ১০২ বল বাকি থাকতেই।

মঙ্গলবার মাউন্ট মঙ্গানুইতে দ্বিতীয় ম্যাচেও ৮৩ বলে অপরাজিত ৯০ রানের দারুণ এক ইনিংস খেলেছেন মান্দানা। তাতে ১৬২ রানের লক্ষ্য ভারত পেরিয়ে গেছে ৮৮ বল বাকি থাকতেই। কে জানে, নিউজিল্যান্ডের রান আরেকটু বেশি হলে মান্দানার টানা দ্বিতীয় সেঞ্চুরিটাও হয়তো হয়ে যেত! সেঞ্চুরি না হলেও তার শেষ দশ ওয়ানডের মধ্যে এটি মান্দানার অষ্টম পঞ্চাশোর্ধ ইনিংস। 



মান্দানার ৯০ রানের পাশাপাশি অপরাজিত ৬৩ রান করেন অধিনায়ক মিতালি রাজ। এর আগে জয়ের প্রথম কাজটা করে দিয়েছিলেন অবশ্য বোলাররা। স্বাগতিকদের অল্পরানে বেঁধে রাখতে অভিজ্ঞ পেসার ঝুলন গোস্বামী ২৩ রানে নেন ৩ উইকেট। ২টি করে উইকেট পেয়েছেন তিনজন।

আগামী শুক্রবার হ্যামিল্টনের সেডন পার্কে তৃতীয় ওয়ানডেতে মুখোমুখি হবে দুই দল। এর আগের দিন একই মাঠে সিরিজের চতুর্থ ওয়ানডেতে মুখোমুখি হবে দুই দেশের ছেলেদের দল। হ্যামিল্টনে ভাগ্য বদলাবে কিউইদের?



রাইজিংবিডি/ঢাকা/২৯ জানুয়ারি ২০১৯/পরাগ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়