ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

৪ দিনব্যাপী বনসাই প্রদর্শনী

লাইফস্টাইল ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:০০, ২ অক্টোবর ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
৪ দিনব্যাপী বনসাই প্রদর্শনী

‘বনসাই জগৎ’ এর প্রতিষ্ঠাতা বনসাইশিল্পী মো. সুলাইমানের প্রথম বার্ষিক বনসাই প্রদর্শনী আয়োজন করা হয়েছে। ঋতুর রানি শরতের মুগ্ধতা নিয়ে ‘বনসাই জগৎ’ এবং ‘সিমুড ইভেন্টস’ এর এ আয়োজন অনুষ্ঠিত হবে।

আগামীকাল বৃহস্পতিবার সকাল ১১টায় গুলশানে অবস্থিত ক্যাডেট কলেজ ক্লাবে চার দিনব্যাপী এ প্রদর্শনীর উদ্বোধন করা হবে। প্রদর্শনী উদ্বোধন করবেন বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী। অনুষ্ঠানে আরো উপস্থিত থাকবেন চলচ্চিত্র অভিনেতা ও ঢাকা ১৭ আসনের সাংসদ আকবর হোসেন পাঠান (ফারুক), কিশোরগঞ্জ ৪ আসনের সাংসদ রেজওয়ান আহাম্মদ তৌফিক। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন বনসাই জগতের প্রতিষ্ঠাতা বনসাইশিল্পী মো. সুলাইমান।

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, প্রদর্শনীতে ৩০০টি বনসাই প্রদর্শন করা হবে। একই সঙ্গে বনসাই বিক্রিও করা হবে। এছাড়া চারদিনের এ আয়োজনে বনসাইশিল্পী মো. সুলাইমান বনসাইপ্রিয় মানুষের কাছে বিভিন্ন বিষয় তুলে ধরবেন। প্রদর্শনী ৩ থেকে ৬ অক্টোবর প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৯টা পর্যন্ত চলবে। ঠিকানা: গুলশান ১, রোড ৯, বাড়ি ১৪। প্রদর্শনী সবার জন্য উন্মুক্ত।


ঢাকা/ফিরোজ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়