ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

ছুটিতেও খোলা থাকবে যেসব সেবা

লাইফস্টাইল ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:৩২, ২৪ মার্চ ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
ছুটিতেও খোলা থাকবে যেসব সেবা

নতুন করোনাভাইরাসের ব্যাপক সংক্রমণ ঠেকাতে আগামী ২৬ মার্চ থেকে ৪ এপ্রিল ২০২০ পর্যন্ত সাধারণ ছুটির ঘোষণা দিয়েছে সরকার। বন্ধ থাকবে দেশের সকল অফিস-আদালত, বিপণিবিতান ও শপিংমল। এ সময় বন্ধ থাকছে সকল ধরনের গণপরিবহনও। তবে, জরুরি প্রয়োজনে চালু থাকছে বিশেষ বিশেষ সেবা।

মঙ্গলবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে জানানো হয়, করোনাভাইরাস সংক্রমণ মোকাবিলা এবং এর ব্যাপক বিস্তার প্রতিরোধকল্পে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে আগামী ২৬ মার্চ, ২০২০ তারিখের সরকারি ছুটি এবং ২৭-২৮ মার্চ ২০২০ তারিখের সাপ্তাহিক ছুটির সাথে ২৯ মার্চ হতে ২ এপ্রিল ২০২০ পর্যন্ত সাধারণ ছুটি থাকবে। ৩ ও ৪ এপ্রিল ২০২০ সাপ্তাহিক ছুটিও এ ছুটির সাথে যুক্ত হবে।

এ প্রজ্ঞাপন অনুযায়ী খোলা থাকছে কাঁচাবাজার, খাবার, ওষুধের দোকান, হাসপাতাল ও জরুরি পরিষেবাসমূহ। যার মধ্যে রয়েছে: বিদ্যুৎ, পানি, গ্যাস, ফায়ার সার্ভিস, পরিচ্ছন্নতা কার্যক্রম, টেলিযোগাযোগ ও ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠান। এ সময় পরিবহনের ক্ষেত্রে চালু থাকবে ট্রাক, কাভার্ড ভ্যান, ওষুধ, জরুরিসেবা, জ্বালানি ও পচনশীল পণ্য পরিবহন।


ঢাকা/ফিরোজ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়