ঢাকা     বৃহস্পতিবার   ১৮ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৫ ১৪৩১

মার্সেল করপোরেট ক্রিকেটের দ্বিতীয় দিনে পয়েন্ট ভাগাভাগি

আবু হোসেন পরাগ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:২৪, ১১ ডিসেম্বর ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
মার্সেল করপোরেট ক্রিকেটের দ্বিতীয় দিনে পয়েন্ট ভাগাভাগি

ক্রীড়া প্রতিবেদক : মার্সেল সপ্তম টি-টোয়েন্টি করপোরেট ক্রিকেট টুর্নামেন্টের দ্বিতীয় দিনে বৃষ্টির কারণে একটি ম্যাচও মাঠে গড়ায়নি। পাঁচ ম্যাচের ১০ দলকে এক পয়েন্ট করে ভাগ করে দেওয়া হয়েছে।

ঢাকা রেসিডেন্সিয়াল মডেল স্কুলের (ডিআরএমসি) ৩টি মাঠে গত শনিবার মোট ৫টি ম্যাচ হওয়ার কথা ছিল। কিন্তু প্রায় সারাদিনই গুঁড়ি গুঁড়ি বৃষ্টির কারণে সবগুলো ম্যাচই পরিত্যক্ত হয়ে যায়।

দ্বিতীয় দিনের ফলাফল:

ডিআরএমসি মাঠ-১
ম্যাচ: এনার্জিপ্যাক পাওয়ার বনাম ডেল্টা ফার্মা লিমিটেড
ফল: ম্যাচ পরিত্যক্ত, দুই দল এক পয়েন্ট করে পেয়েছে।

ডিআরএমসি মাঠ-২
ম্যাচ: বিক্রয় ডটকম বনাম আইডিএলসি
ফল: ম্যাচ পরিত্যক্ত, দুই দল এক পয়েন্ট করে পেয়েছে।

ডিআরএমসি মাঠ-৩
ম্যাচ: স্কয়ার বনাম নিটল মটরস
ফল: ম্যাচ পরিত্যক্ত, দুই দল এক পয়েন্ট করে পেয়েছে।

ডিআরএমসি মাঠ-২
ম্যাচ: রিল্যায়েন্স ইন্সুরেন্স বনাম ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক (এফএসইবি)
ফল: ম্যাচ পরিত্যক্ত, দুই দল এক পয়েন্ট করে পেয়েছে।

ডিআরএমসি মাঠ-৩
ম্যাচ: বেক্সিমকো টেক্সটাইল বনাম রাকিন ডেভেলপমেন্ট
ফল: ম্যাচ পরিত্যক্ত, দুই দল এক পয়েন্ট করে পেয়েছে।

প্রথম দিনের ফলাফল:

ডিআরএমসি মাঠ-১
বে ডেভেলপমেন্টস: ১৭.৩ ওভারে ৯৩
এনার্জিপ্যাক পাওয়ার: ১৭ ওভারে ৯৪/৬

ফল: এনার্জিপ্যাক পাওয়ার ৪ উইকেটে জয়ী
ম্যান অব দ্য ম্যাচ: রাশেদুল।

ডিআরএমসি মাঠ-২
রিল্যায়েন্স ইন্সুরেন্স: ২০ ওভারে ৮৭
আইডিএলসি: ৮.৫ ওভারে ৮৮/০
ফল: আইডিএলসি ১০ উইকেটে জয়ী
ম্যান অব দ্য ম্যাচ: সাকিব।

ডিআরএমসি মাঠ-৩
নিটল মটরস: ২০ ওভারে ১৮৭/৯
রাকিন ডেভেলপমেন্ট: ২০ ওভারে ১৬০/৯
ফল: নিটল মটরস ২৭ রানে জয়ী
ম্যান অব দ্য ম্যাচ: আলী।

ডিআরএমসি মাঠ-১
এক্সিকিউটিভ কমিটি: ২০ ওভারে ১২৬/৯
মার্কেন্টাইল ব্যাংক: ১৫.২ ওভারে ১৩০/৭
ফল: মার্কেন্টাইল ব্যাংক ৩ উইকেটে জয়ী
ম্যান অব দ্য ম্যাচ: নিপু।

ডিআরএমসি মাঠ-২
ওয়ালটন: ১৭.২ ওভারে ১৩৩
এনার্জিপ্যাক ইঞ্জিনিয়ারিং: ২০ ওভারে ১১৮/৭
ফল: ওয়ালটন ১৫ রানে জয়ী
ম্যান অব দ্য ম্যাচ: জনি।

ডিআরএমসি মাঠ-৩
ডেল্টা ফার্মা: ১৯ ওভারে ৯৭
বেক্সিমকো ফার্মা: ১৩.১ ওভারে ৯৮/৫
ফল: বেক্সিমকো ফার্মা ৫ উইকেটে জয়ী
ম্যান অব দ্য ম্যাচ: হাসান।

এসিমস-এর আয়োজন ও ব্যবস্থাপনায় ঢাকা রেসিডেন্সিয়াল মডেল স্কুলের ৩টি ও শ্যামলী মাঠে গত শুক্রবার শুরু হয়েছে এই টুর্নামেন্ট। মোট ১৬টি দল ৪টি গ্রুপে ভাগ হয়ে টুর্নামেন্টে অংশ নিয়েছে।

গ্রুপ পর্বে সবাই সবার সঙ্গে একটি করে ম্যাচ খেলবে। প্রতি গ্রুপের শীর্ষ দুটি দল যাবে কোয়ার্টার ফাইনালে। এরপর হবে সেমিফাইনাল ও ফাইনাল। টুর্নামেন্টের ফাইনাল হবে ২০১৮ সালের ১২ জানুয়ারি।

এই টুর্নামেন্টের টাইটেল স্পন্সর হয়েছে ওয়ালটন গ্রুপের জনপ্রিয় ব্র্যান্ড মার্সেল। আর পাওয়ার স্পন্সর হিসেবে আছে এনার্জিপ্যাক। ফলে টুর্নামেন্টের নামকরণ করা হয়েছে 'মার্সেল সপ্তম টি-টোয়েন্টি করপোরেট ক্রিকেট টুর্নামেন্ট-২০১৭, পাওয়ার্ড বাই এনার্জিপ্যাক'।

টুর্নামেন্টের মিডিয়া পার্টনার দেশের অন্যতম জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল রাইজিংবিডি ডটকম। আর বেভারেজ পার্টনার নেসলে বাংলাদেশ।



রাইজিংবিডি/ঢাকা/১১ ডিসেম্বর ২০১৭/পরাগ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়