ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

মার্সেল করপোরেট ক্রিকেটের পয়েন্ট টেবিল

আবু হোসেন পরাগ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৫:৫৯, ১৪ ডিসেম্বর ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
মার্সেল করপোরেট ক্রিকেটের পয়েন্ট টেবিল

ক্রীড়া প্রতিবেদক : টি-টোয়েন্টি করপোরেট ক্রিকেটের গত আসরের চ্যাম্পিয়ন ওয়ালটন গ্রুপ। শিরোপা ধরে রাখার লক্ষ্যে এবারও শুরুটা দারুণ করেছে উদয় হাকিমের নেতৃত্বাধীন ওয়ালটন দল। ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা মার্সেল সপ্তম টি-টোয়েন্টি করপোরেট ক্রিকেট টুর্নামেন্টে নিজেদের প্রথম ম্যাচে এনার্জিপ্যাক ইঞ্জিনিয়ারিংকে ১৫ রানে হারিয়ে শুভ সূচনা করেছে।

টুর্নামেন্টের পর্দা উঠেছে গত শুক্রবার। প্রথম দিনে ৬টি খেলা হলেও শনিবার দ্বিতীয় দিনে বৃষ্টির কারণে সবগুলো ম্যাচই পরিত্যক্ত হয়ে যায়। ফলে এদিন দলগুলো পয়েন্ট ভাগাভাগি করে। আগামীকাল শুক্রবার হবে টুর্নামেন্টের তৃতীয় দিনের খেলা। তার আগে দেখে নিন মার্সেল সপ্তম টি-টোয়েন্টি করপোরেট ক্রিকেট টুর্নামেন্টে চার গ্রুপের দলগুলো কে কোথায় অবস্থান করছে।
 

গ্রুপ ‘এ’

দল

ম্যাচ

জয়

হার

টাই/পরিত্যক্ত

পয়েন্ট

নেট রানরেট

এনার্জিপ্যাক পাওয়ার

০/১

(+০.৮৮)

বেক্সিমকো ফার্মা

০/০

(+২.৭৩)

ডেল্টা ফার্মা লিমিটেড

০/১

(-২.৭৩)

বে ডেভেলপমেন্টস

০/০

(-০.৮৮)

 

গ্রুপ ‘বি’

দল

ম্যাচ

জয়

হার

টাই/পরিত্যক্ত

পয়েন্ট

নেট রানরেট

আইডিএলসি

০/১

(+৬.২১)

এফএসআইবি

০/১

বিক্রয় ডটকম

০/১

রিল্যায়েন্স ইন্সুরেন্স

০/১

(-৬.২১)

 

গ্রুপ ‘সি’

দল

ম্যাচ

জয়

হার

টাই/পরিত্যক্ত

পয়েন্ট

নেট রানরেট

নিটল মটরস

০/১

(+১.৩৫)

স্কয়ার

০/১

বেক্সিমকো টেক্সটাইল

০/১

রাকিন ডেভেলপমেন্ট

০/১

(-১.৩৫)

 

গ্রুপ ‘ডি’

দল

ম্যাচ

জয়

হার

টাই/পরিত্যক্ত

পয়েন্ট

নেট রানরেট

মার্কেন্টাইল ব্যাংক

০/০

(+২.১৮)

ওয়ালটন

০/০

(+০.৭৫)

এনার্জিপ্যাক ইঞ্জিনিয়ারিং

০/০

(-০.৭৫)

এক্সিকিউটিভ কমিটি

০/০

(-২.১৮)


এসিমস-এর আয়োজন ও ব্যবস্থাপনায় ঢাকা রেসিডেন্সিয়াল মডেল স্কুলের ৩টি ও শ্যামলী মাঠে এবারের টুর্নামেন্টের খেলাগুলো হচ্ছে। মোট ১৬টি দল ৪টি গ্রুপে ভাগ হয়ে টুর্নামেন্টে অংশ নিয়েছে।

গ্রুপ পর্বে সবাই সবার সঙ্গে একটি করে ম্যাচ খেলবে। প্রতি গ্রুপের শীর্ষ দুটি দল যাবে কোয়ার্টার ফাইনালে। এরপর হবে সেমিফাইনাল ও ফাইনাল। টুর্নামেন্টের ফাইনাল হবে ২০১৮ সালের ১২ জানুয়ারি।

এই টুর্নামেন্টের টাইটেল স্পন্সর হয়েছে ওয়ালটন গ্রুপের জনপ্রিয় ব্র্যান্ড মার্সেল। আর পাওয়ার স্পন্সর হিসেবে আছে এনার্জিপ্যাক। ফলে টুর্নামেন্টের নামকরণ করা হয়েছে 'মার্সেল সপ্তম টি-টোয়েন্টি করপোরেট ক্রিকেট টুর্নামেন্ট-২০১৭, পাওয়ার্ড বাই এনার্জিপ্যাক'।

টুর্নামেন্টের মিডিয়া পার্টনার দেশের অন্যতম জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল রাইজিংবিডি ডটকম। আর বেভারেজ পার্টনার নেসলে বাংলাদেশ।




রাইজিংবিডি/ঢাকা/১৪ ডিসেম্বর ২০১৭/পরাগ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়