ঢাকা     বুধবার   ১৭ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৪ ১৪৩১

ফাইনাল সেরা সাহেল, টুর্নামেন্ট সেরা জনি

আবু হোসেন পরাগ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:৩০, ১৯ জানুয়ারি ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
ফাইনাল সেরা সাহেল, টুর্নামেন্ট সেরা জনি

ফাইনালের ম্যাচ সেরা হয়েছেন সাহেল মিয়াঁ ও টুর্নামেন্ট সেরা জনি সোম

ক্রীড়া প্রতিবেদক : ফিফটি করে দলকে বড় সংগ্রহ এনে দিয়েছেন। দল হয়েছে চ্যাম্পিয়ন। সাহেল মিয়াঁ হয়েছেন ফাইনালের সেরা খেলোয়াড়। মার্সেল সপ্তম টি-টোয়েন্টি করপোরেট ক্রিকেট টুর্নামেন্টের ফাইনালের ম্যাচ সেরার পুরস্কার জিতেছেন চ্যাম্পিয়ন ওয়ালটন দলের উদ্বোধনী এই ব্যাটসম্যান। টুর্নামেন্ট সেরা হয়েছেন তারই সতীর্থ জনি সোম।

ঢাকা রেসিডেন্সিয়াল মডেল স্কুল মাঠে শুক্রবার বেক্সিমকোকে ৬০ রানে হারিয়ে অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছে ওয়ালটন গ্রুপ। সাহেলের ৪০ বলে করা ৭৮ রানের (৮টি চার, ৪টি ছক্কা) সুবাদে ওয়ালটন ৪ উইকেট হারিয়ে তোলে ২১৬ রান। জবাবে ৮ উইকেটে ১৫৬ রানের বেশি করতে পারেনি বেক্সিমকো। ফলে টানা দ্বিতীয় ও সব মিলিয়ে তৃতীয় শিরোপা জেতে ওয়ালটন।

ম্যাচসেরা হওয়ার প্রতিক্রিয়ায় সাহেল বলেন, 'ফাইনালের ম্যাচসেরা হওয়ায় অবশ্যই অনেক ভালো লাগছে। আগের ম্যাচগুলোর দুই-একটিতে খুবই বাজে করেছি। পেছন থেকে স্যাররা অনেক উৎসাহ দিয়েছেন। সেমিফাইনাল, ফাইনালে ভালো খেলেছি, সত্যিই ভালো লাগছে।'



উইকেট নিয়ে সাহেল বলেন, 'ব্যাটিং উইকেট ছিল। আমাদের টার্গেট ছিল ১৮০ থেকে ১৯০ রান করা। সেখানে ২১৬ হয়ে গেছে। আমাদের যে বোলিং, আমাদের সামনে ২১৬ রান তাড়া করতে পারবে না। আমরা পরপর দুইবার চ্যাম্পিয়ন হওয়ায় সত্যিই খুব ভালো লাগছে।'

ফাইনালে ৪টিসহ মোট ১৬ উইকেট নিয়ে টুর্নামেন্ট সেরা হয়েছেন জনি সোম। জনি বলেন, 'খুব ভালো লাগছে। এটা ওয়ালটনের তৃতীয় শিরোপা, যা আনন্দটা আরো বেশি বাড়িয়ে দিয়েছে। টুর্নামেন্টের প্রথম থেকে শেষ পর্যন্ত চেষ্টা করেছি প্রতিটা ম্যাচে ভালো করার জন্য। যখন যে জায়গায় সুযোগ পেয়েছি, সেখান থেকেই আমার সেরাটা দেওয়ার চেষ্টা করেছি। সেটার ফল পেলাম ফাইনালে।'



টুর্নামেন্টে দলের সামগ্রিক পারফরম্যান্স নিয়ে জনি বলেন, 'আমাদের দলে সেসব খেলোয়াড় আছে, সবাই সম্ভাবনাময়। সবার পারফর্ম করার সামর্থ্য ভালো। যে যেখানে সুযোগ পায়, সেখানেই ভালো করার চেষ্টা করে। এক কথায় খুবই শক্তিশালী একটা দল।'

দলের অধিনায়ক উদয় হাকিমকে নিয়ে জনির ভাষ্য, 'অধিনায়ক হলো দলের প্রাণ। প্রতিটা খেলোয়াড়ের ভেতর থেকে কীভাবে ভালো পারফরম্যান্স বের করে আনা যায়, এটা তার চেয়ে ভালো মনে হয় আর কেউ জানে না। এক কথায় অসাধারণ অধিনায়ক। আমি যত অধিনায়কের অধীনে খেলেছি, আমার মনে হয় উনি সেরা অধিনায়ক।'



রাইজিংবিডি/ঢাকা/১৯ জানুয়ারি ২০১৮/পরাগ/আমিনুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়