ঢাকা     বৃহস্পতিবার   ১৮ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৫ ১৪৩১

শেকৃবি ক্যাম্পাসে সড়কের বেহাল দশা

আকাশ বাসফোর || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৭:৫১, ২ জুন ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
শেকৃবি ক্যাম্পাসে সড়কের বেহাল দশা

শেকৃবি প্রতিনিধি : শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের (শেকৃবি)  ক্যাম্পাসের বিভিন্ন সড়কগুলো সংস্কারের অভাবে বেহাল দশায় পরিণত হয়েছে।  ভাঙা রাস্তাগুলোর সংস্কারের জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসনের  বিশেষ কোনো  উদ্যোগ নেই বলে অভিযোগ পাওয়া গেছে।

শিক্ষার্থীরা জানিয়েছেন, বৃষ্টি হলেই রাস্তায় সৃষ্টি হচ্ছে জলাবদ্ধতা। ফলে বিশ্ববিদ্যালয়  শিক্ষার্থী,  শিক্ষক, পথচারীসহ  সবাই ভোগান্তির শিকার হচ্ছে।

এ বিষয়ে শিক্ষার্থীরা ক্ষোভ প্রকাশ করে  জানান, বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরীণ সড়কগুলোর অবস্থা খুবই বেহাল। মেরামত না করায় রাস্তাগুলোর বিভিন্ন স্থানে বৃষ্টিতে জলাবদ্ধতা সৃষ্টি হচ্ছে।
 


শনিবার সরেজমিন গিয়ে দেখা যায়,  ক্যাম্পাসে প্রশাসনিক, একাডেমিক, হল ভবন, আবাসিক ভবনগুলোসহ  বিভিন্ন ভবনের নির্মাণকাজ অব্যাহত রয়েছে। রাস্তাগুলোতে যানবাহন চলাচলও বেড়েছে। পার্শ্ববর্তী বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের অনেক যানবাহন অনায়াসে ক্যাম্পাস প্রাঙ্গণের মধ্য দিয়ে চলাচল করছে।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. কামাল উদ্দিন আহাম্মদ বলেন, রাস্তা সংস্কারের জন্য আমাদের প্রকল্পের আওতায় ১-১.৫ কোটি টাকা বরাদ্দ আছে। বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ভবনের চলমান নির্মাণকাজ শেষ হলেই রাস্তাগুলো সংস্কার করা হবে। কর্তৃপক্ষকে নির্দেশনা দেওয়া হয়েছে,  অস্থায়ীভাবে ভাঙা স্থানগুলো মেরামত করার ব্যাপারে।

বিশ্ববিদ্যালয়ের  চিফ  ইঞ্জিনিয়ার মো. আজিজুর রহমান বলেন, ভারী যানবাহন চলাচলের কারণে রাস্তাগুলোর বেহাল অবস্থা। তবে ঈদের আগে রাস্তা মেরামতের কাজ করা হবে।




রাইজিংবিডি/ঢাকা/২ জুন ২০১৮/আকাশ/হাসান/সাইফ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়