ঢাকা     বুধবার   ২৪ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১১ ১৪৩১

ভাস্কর্য দুটি প্রধানমন্ত্রীকে দিতে চান নাসির

আরিফ সাওন || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:১৭, ২১ জানুয়ারি ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
ভাস্কর্য দুটি প্রধানমন্ত্রীকে দিতে চান নাসির

নিজস্ব প্রতিবেদক : নিজের হাতে তৈরি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাস্কর্য প্রধানমন্ত্রীর হাতে তুলে দিতে চান কাঠমিস্ত্রি নাসির।

সোমবার জাতীয় প্রেসক্লাবের সামনে একটি ভ্যানে তার স্ত্রীসহ ভাস্কর্য নিয়ে দাঁড়িয়ে থাকতে দেখা যায় তাকে। নাসিরের গ্রামের বাড়ি কক্সবাজার জেলার চকরিয়া উপজেলার হাড়ভাং এলাকার নওয়াপাড়ায়। তিনি বর্তমানে ঢাকার সুত্রাপুরের ফরাশগঞ্জ এলাকার উল্টিনগঞ্জ লেনে ভাড়া থাকেন।

নাসির বলেন, ‘আমি নিজ উদ্যোগে এবং নিজ খরচে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাষ্কর্য তৈরি করেছি। যা কাঠের তৈরি। একটির উচ্চতা ৬ ফুট। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্যের উচ্চতা ৭ ফুট। ভাস্কর্য দু্টি প্রধানমন্ত্রীকে উপহার দিতে চাই।’

এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন তিনি।

প্রসঙ্গত, এর আগে মো. নাসির বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আরো একটি ভাষ্কর্য তৈরি করেছিলেন। যা জাতীয় জাদুঘরে দেওয়া হয়েছে।



রাইজিংবিডি/ঢাকা/২১ জানুয়ারি ২০১৯/সাওন/সাইফ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়