ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

অনলাইন নিউজপোর্টালের নিবন্ধন ১৫ জুলাই পর্যন্ত

হাসান মাহামুদ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:৪৩, ৩ জুলাই ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
অনলাইন নিউজপোর্টালের নিবন্ধন ১৫ জুলাই পর্যন্ত

সচিবালয় প্রতিবেদক: অনলাইন গণমাধ্যমের নিবন্ধনের জন্য আবেদন গ্রহণের সময় বাড়িয়ে ১৫ জুলাই পর্যন্ত নির্ধারণ করেছে সরকার। নতুন সময়সীমা অনুযায়ী অনলাইন গণমাধ্যমগুলো নিজেদের নিবন্ধনের জন্য আগামী ১৫ জুলাই (সোমবার) পর্যন্ত আবেদন করতে পারবে।

বুধবার সরকারি এক তথ্য বিবরণীতে বিষয়টি জানানো হয়েছে।

এতে উল্লেখ করা হয়েছে, তথ্য মন্ত্রণালয়ের উপসচিব নাসরিন পারভীন স্বাক্ষরিত এক স্মারকের মাধ্যমে গত ৩০ জুন (রোববার) এ সিদ্ধান্ত জানানো হয়। এর আগে অনলাইন নিবন্ধনের আবেদনপত্র গ্রহণের কার্যক্রম ৩০ জুনের মধ্যে সম্পন্ন করার জন্য অনুরোধ করা হয়েছিল।

তথ্য অধিদপ্তরের ওয়েবসাইট এ দেওয়া নির্ধারিত ফরমে এ আবেদন করতে হবে।

ফরমে উল্লিখিত বিবরণ অনুযায়ী সব প্রমাণসহ এ আবেদন ডাকযোগেও গ্রহণ করা হবে। এর আগে যাদের আবেদন সঠিকভাবে গৃহীত হয়েছে, তাদের পুনরায় আবেদন করার প্রয়োজন নেই।


রাইজিংবিডি/ঢাকা/৩ জুলাই ২০১৯/হাসান/শাহনেওয়াজ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়