ঢাকা     মঙ্গলবার   ২৩ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১০ ১৪৩১

মিডিয়া ব্যক্তিত্ব মুহাম্মদ জাহাঙ্গীর আর নেই

আরিফ সাওন || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:৫২, ১০ জুলাই ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
মিডিয়া ব্যক্তিত্ব মুহাম্মদ জাহাঙ্গীর আর নেই

নিজস্ব প্রতিবেদক : জনপ্রিয় মিডিয়া ব্যক্তিত্ব, লেখক, সেন্টার ফর ডেভেলপমেন্ট কমিউনিকেশনের নির্বাহী পরিচালক মুহাম্মদ জাহাঙ্গীর আর নেই (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

রাজধানীর গেন্ডারিয়াস্থ আসগর আলী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার রাত ১২টা ৫০ মিনিটে তিনি ইন্তেকাল করেন বলে তার ছেলে অপূর্ব জাহাঙ্গীর জানান। তার বয়স হয়েছিল ৬৮ বছর।

গ্রামীণ ব্যাংকের প্রাক্তন ব্যবস্থাপনা পরিচালক মুহাম্মদ ইউনুসের ছোট ভাই মুহাম্মদ জাহাঙ্গীর দীর্ঘদিন ধরে রক্তের ক্যানসারে ভুগছিলেন। হাসপাতালে তাকে লাইফ সাপোর্টে রাখা হয়েছিল।

মুহাম্মদ জাহাঙ্গীর ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি অর্জনের পর সত্তর দশকে পত্রিকায় সাংবাদিকতা শুরু করেন। পরে যুক্ত হন টেলিভিশনে। নব্বইয়ের দশকের শেষ দিকে বিটিভির লাইভ আলোচনা অনুষ্ঠান অভিমতের সঞ্চালক ছিলেন তিনি।

ঢাকায় দুটি বিশ্ববিদ্যালয়ে যোগাযোগ ও গণমাধ্যম বিষয়ে খণ্ডকালীন শিক্ষকতাও করেছেন তিনি। ২৫টি বইও রচনা করেন তিনি। এগুলোর বেশিরভাগই সাংবাদিকতার ওপর।

বিএনপি মহাসচিবের শোক :

মুহাম্মদ জাহাঙ্গীরের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বুধবার এক শোকবার্তায় মির্জা ফখরুল মরহুমের আত্মার মাগফিরাত কামনা ও শোকাহত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।


রাইজিংবিডি/ঢাকা/১০ জুলাই ২০১৯/সাওন/এনএ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়